বাংলা নিউজ > ঘরে বাইরে > Assam repeals Muslim marriages act: বাতিল মুসলিমদের বিয়ে ও ডিভোর্সের আইন! করতে হবে বাকিদের মতোই, অনুমোদন অসমের

Assam repeals Muslim marriages act: বাতিল মুসলিমদের বিয়ে ও ডিভোর্সের আইন! করতে হবে বাকিদের মতোই, অনুমোদন অসমের

মুসলিম বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল অসম সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার দিকে আরও একধাপ এগিয়ে গেল অসম সরকার। ১৯৩৫ সালের মুসলিম বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা।

প্রায় ৯০ বছরের পুরনো মুসলিম বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল অসম সরকার। শুক্রবার সেই সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভা। অর্থাৎ এবার থেকে মুসলিমদের বিয়েও স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় নথিভুক্ত করতে হবে। যে সিদ্ধান্তের মাধ্যমে অসমে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের দিকে বিজেপি সরকার আরও একধাপ এগিয়ে গেল বলে সংশ্লিষ্ট মহলের মত। আর সেই পদক্ষেপ করা হল এমন একটা সময়, যখন স্বাধীনতার পরে ভারতের প্রথম রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধির পাশ করিয়ে নিয়েছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার।

সেই রেশ ধরেই শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে অসমের পর্যটনমন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া বলেন, 'আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করবে অসম। আর ১৯৩৫ সালের মুসলিম বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন আইন বাতিল করে দিয়ে সেই লক্ষ্যপূরণের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল।' সেইসঙ্গে তিনি বলেন, 'আজকের সিদ্ধান্তের ফলে এবার থেকে অসমে আর মুসলিমদের বিয়ে এবং ডিভোর্সের বিষয়টি এই আইনের মাধ্যমে নথিভুক্ত করা যাবে না। আমাদের ইতিমধ্যে একটি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আছে। আমরা চাই যে সেই আইনের আওতায় সব বিয়ে নথিভুক্ত হোক।'

তাঁর দাবি, ১৯৩৫ সালের মুসলিম বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন আইনের আওতায় আইনিভাবে সিদ্ধ বিয়ের বয়সের আগেই তরুণী এবং তরুণীদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছিল। রাজ্যে বাড়ছিল বাল্যবিবাহের সংখ্যা। সেটাই বিবেচনা করে ১৯৩৫ সালের মুসলিম বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন আইন বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অসমের পর্যটনমন্ত্রী। তিনি বলেন, 'আজকের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এরকম বাল্যবিবাহের সংখ্যা কমিয়ে আনার ক্ষেত্রে বড় পদক্ষেপ হতে চলেছে।'

আরও পড়ুন: Himanta Biswa Sarma: বহুবিবাহ রোধে, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বড় পরিকল্পনা অসমে, ইঙ্গিত দিলেন হিমন্ত

অসমের পর্যটনমন্ত্রী জানিয়েছেন, এতদিন অসমে ৯৪ জন নথিভুক্ত ব্যক্তি ছিলেন, যাঁরা ১৯৩৫ সালের আইনের আওতায় মুসলিমদের বিয়ে ও ডিভোর্স নথিভুক্ত করতে পারতেন। কিন্তু অসমের মন্ত্রিসভার নয়া সিদ্ধান্তের ফলে তাঁদের হাতে আর সেই ক্ষমতা থাকবে না। শীঘ্রই সেই মর্মে জেলা প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়েছেন অসমের পর্যটনমন্ত্রী।

তবে যে ৯৪ জন মুসলিমদের বিয়ে ও ডিভোর্স নথিভুক্ত করতেন, তাঁদের বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হবে। অসমের পর্যটনমন্ত্রী বলেন, 'যেহেতু ওই লোকজনরা বিয়ে এবং ডিভোর্স নথিভুক্ত জীবন নির্বাহ করতেন, তাই মাথাপিছু তাঁদের এককালীন দু'লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।'

আরও পড়ুন: Uniform Civil Code's final draft report: লিভ-ইন করলে পুলিশকে বলতে হবে, সম্পত্তির সমান ভাগ- অভিন্ন বিধিতে কী সুপারিশ আছে?

পরবর্তী খবর

Latest News

‘উই ট্রায়েড আওয়ার বেস্ট,আশা করি জনগণ আমায় ক্ষমা করবেন’, বার্তা দিদির ঐন্দ্রিলার 'অত্যাচারে' নাজেহাল অঙ্কুশ! আফসোস করে কেন লিখলেন, ‘গিনিপিগ হতে…’ শুধু সলমন-রশ্মিকাই নন, 'সিকান্দার'-এ থাকছেন কাজলও! শুরু করলেন শ্যুটিং পিছিয়ে পড়েও কাস্টমসের বিরুদ্ধে দাদাগিরি ইস্টবেঙ্গলের, জয় পেল মহামেডানও ফ্যানদের ব্যবহারে ক্ষুব্ধ হয়েছিলেন এই তারকারা, কোনও রকমে সামলেছিলেন নিজেদের ডাক্তারদের আন্দোলন,‘সুপ্রিম কোর্টের রায়ের কোনো মূল্য নেই?’প্রশ্নে রানা লিখলেন.. চওড়া ব্যাট নিয়ে রান তোলার চেষ্টা, কারচুপি ধরা পড়তেই বিরাট শাস্তি কাউন্টি দলকে লাইভ সম্প্রচারে সমস্যা আছে, বেঁকে বসলেন মমতা, ভয় পাচ্ছেন? পালটা চিকিৎসকরা 'এই প্রথমবারের জন্য...', টেক্কার টিজার আসার আগেই বড় আপডেট দিলেন সৃজিত! দেবের ছব আগামিকাল কি একটা ভালো দিন হবে? ১৩ সেপ্টেম্বরের লাকি রাশি কী কী? জানুন রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.