সকাল সকাল ফের কাঁপল অসম। এই নিয়ে গত ২৪ ঘণ্টায় এটি পঞ্চম ভূমিকম্প সেরাজ্যে। শনিবার সকালে অসমে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.২। জানা গিয়েছে ভোর রাত ১টা ৭মিনিটে এই ভূমিকম্প হয়। কম্পনের কেন্দ্রস্থল তেজপুরের কাছে ছিল বলে জানা গিয়েছে। ভূপ্রষ্ঠের ৩০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উত্সস্থল বলে জানা গিয়েছে।
গত ২৪ ঘণ্টায় প্রথম ভূমিকম্পটি হয় শুক্রবার ভোরে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুযায়ী রিখটার স্কেলে ৪.১ ছিল ভূমিকম্পের তীব্রতা। এরপর তেজপুরে ২.৮ রিখটার স্কেলের তীব্রতায় ফের একটি ভূমিকম্প হয়। মাঝে আরও একটি ভূমিকম্প হয় অসমে। এর আগে ২৮ এপ্রিল রিখটার স্কেলে ৬.৪ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল অসম।
এদিকে শুক্রবার রিখটার স্কেলে প্রায় ৩.০ মাত্রার একটি ভূমিকম্প হয় মণিপুরের চাণ্ডেল জেলার মাইরাংয়ে। মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড় এলাকায় রিখটার স্কেলে ২.৬ মাত্রার একটি ভূমিকম্প হয়। তবে পরপর এই ভূমিকম্পে কোনও হতাহতের খবর মেলেনি। উল্লেখ্য, উত্তরপূর্ব ভারত উচ্চ সিসমিক জোনের অন্তর্গত। তাই এভাবে মুহুর্মুহু ভূমিকম্প হয় এই এলাকায়।