মুম্বইয়ের মহাত্মা গান্ধী সুইমিং পুল। আর সেই সুইমিং পুল থেকে উদ্ধার হল কুমীরের শাবক। সুইমিং পুলের লাইফগার্ডরা কুমীরটিকে দেখতে পান। এরপর তারা সেটিকে ধরে ফেলেন। কিন্তু প্রশ্ন হল সুইমিংপুলে কুমীর এল কীভাবে?
তবে আপাতত কুমীরের বাচ্চাটিকে একটা ড্রামের মধ্য়ে রাখা হয়েছে। সেটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়ার প্রস্তুতি চলছে।
সূত্রের খবর মোটামুটিভাবে রোজ সকালেই সুইমিং পুল চালু হওয়ার আগে সেটির জল ঠিকঠাক আছে কি না সেটা দেখা হয়। সেই মতো জল পরীক্ষা করে দেখছিলেন স্টাফরা । সেই সময় ওই কুমীর শাবককে দেখতে পান তারা। এরপরই হইচই শুরু হয়ে যায় এলাকায়। এক্সপার্টদের সঙ্গে নিয়ে এরপর কুমীর শাবকটিকে জল থেকে তোলা হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ কুমীরটিকে দেখতে পান স্টাফরা। এরপর সেটিকে বনদফতরের কাছে তুলে দেওয়া হয়।
পুরদফতর খতিয়ে দেখছে সুইমিং পুলে কুমীর এল কীভাবে? এদিকে স্থানীদের দাবি বিচ সংলগ্ন এলাকায় ওই সুইমিং পুলটি রয়েছে। সেখানে এর আগে একটা সাপও চলে এসেছিল। এবার সেখানে কুমীর চলে এল। সেই সুইমিং পুলে অনেকেই স্নান করতে নামেন। তারা সমস্যায় পড়ে যেতে পারতেন। সেক্ষেত্রে আরও নজরদারি করা দরকার বলে অনেকের মত।
পুল পরিষ্কার করার জাল দিয়ে এই সুইমিং পুল থেকে কুমীরটিকে উদ্ধার করা হয়। কুমীরটির দৈর্ঘ্য প্রায় ২ ফুট। তবে এটা জলে থাকলে বড় বিপদ হয়ে যেতে পারত। তবে পুলে কুমীর কীভাবে এল, আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না হয় সেটা নিশ্চিত করাটাই এখন বড় চ্যালেঞ্জ ।