বাংলা নিউজ > ঘরে বাইরে > Bangladesh Government: ‘আদিবাসী’ শব্দে আপত্তি বাংলাদেশ সরকারের, কেন জানেন?

Bangladesh Government: ‘আদিবাসী’ শব্দে আপত্তি বাংলাদেশ সরকারের, কেন জানেন?

আদিবাসী শব্দে আপত্তি বাংলাদেশ সরকারের

বাংলাদেশ সরকারের ঘোরতর আপত্তি এই আদিবাসী শব্দে। কিন্তু কেন দেখে নিন।

বিশ্ব জুড়ে প্রতি ৯ জুন সাড়ম্বরে পালিত হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। রাষ্ট্রসংঘের তরফে এই দিনটিকেই আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে ভারতের পড়শি দেশের কিন্তু এই শব্দটাকে নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে। বাংলাদেশ আদিবাসী শব্দটিকে স্বীকৃতিই দিতে চায় না।

বাংলাদেশ সরকারের মতে আদিবাসী মানেই তাঁরা এক দেশের আদি বাসিন্দা নন, বরং তাঁরা দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী।এই বিষয়ে বাংলাদেশ সরকার কদিন আগেই সেদেশের সমস্ত গণমাধ্যমকে একটি চিঠি দিয়েছে। এবং সেই চিঠিতে জানানো হয়েছে গণমাধ্যমে যেন আদিবাসী শব্দটিকে ব্যবহার না করা হয়।

তবে এমনটা প্রথম নয়, ওপার বাংলার সরকার কখনই আদিবাসী শব্দটিকে মান্যতা দেয়নি। বাংলাদেশের প্রাক্তন বিদেশ মন্ত্রী দীপু মনি ঢাকায় বিদেশের রাজনীতিবিদদের ২০১১ সালে বলেছিলেন তাঁরা যেন কেউ চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর বাসিন্দাদের আদিবাসী না বলেন। তাঁর মতে একমাত্র বাঙালিরাই এই দেশের আদিবাসী। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে যাঁরা থাকেন তাঁরা এই ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর জনগণ। এরপর তিনি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের অনুরোধ করেছিলেন তাঁরা যেন আর আদিবাসী শব্দটিকে ব্যবহার না করে।

সরকারের তরফে কী কী যুক্তি দেওয়া হয়েছিল এই বিষয়ে দেখে নিন।

  • বাংলাদেশের মানুষের ইতিহাস এবং সংস্কৃতি প্রায় চার হাজার পুরনো। প্রত্নতাত্ত্বিক গবেষণা সেটাই দাবি করেছে, তবে যাঁরা চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে থাকেন তাঁরা ১৬ শতক থেকে মায়ানমার এবং কম্বোডিয়া থেকে আসেন এখানে। তাই তাঁরা মোটেই বাংলাদেশের আদিবাসী নন। এমনটাই অভিমত বাংলাদেশ সরকারের।
  • সেদেশের সরকারের যুক্তি অনুযায়ী যাঁরা আদিবাসী বলে আদতে পরিচিত তাঁদের প্রকৃত আদিবাসী হতে হলে কলোনিয়াল অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ কলোনাইজেশন হতে হয়। তবে এক্ষেত্রে তেমন কিছুই হয়নি।
  • অস্ট্রেলিয়া এবং আমেরিকায় যাঁদের আদিবাসী বলা হয় তাঁদের ক্ষেত্রে কলোনিয়াল অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ কলোনাইজেশন হয়েছিল। কিন্তু বাংলাদেশে হয়নি।
  • অন্যদিকে ১৯৯৭ সালের সম্পাদিত শান্তি চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামকে উপজাতি অধ্যুষিত অঞ্চল হিসেবে বর্ণন করা হয়েছে। তাই সরকার জানিয়েছে ওখানকার নেতারা এই উপজাতি শব্দটাকে মেনে নিয়েছে। তাই তাঁদের আদিবাসী বলা উচিত নয়।
  • এছাড়া রাষ্ট্রসঙ্ঘের কোনও সর্বসম্মত আদিবাসীর সংজ্ঞা নেই। ২০০৭ সালের ঘোষণাপত্রে যেখানে আদিবাসীদের অধিকারের কথা বলা হয়েছিল সেখানে তাঁদের আলাদা কোনও সংজ্ঞা বলা হয়নি।

আদিবাসীদের পক্ষে কী যুক্তি দেওয়া হচ্ছে?

চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের মতে তাঁরা আদিবাসী। সেখানকার এক নেতা, ইলিরা দেওয়ানের মতে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ট বাঙালিদের তুলনায় তাঁদের আচার আচরণ, ভাষা অনেকটাই আলাদা। তাই তাঁরাই প্রকৃত আদিবাসী। কে আগে এসেছে বা পরে সেটা সেখানে বিবেচ্য নয়। আদিবাসী মানে যাঁরা মূলস্রোত থেকে আলাদা। যাঁদের ভাষা, সংস্কৃতি মূল ধারার থেকে আলাদা হয় তাঁরাই আদিবাসী।

ফলে বাংলাদেশ সরকার এবং চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের মত এক নয় এই ক্ষেত্রে। বাংলাদেশ সরকার তাঁদের ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবেই বিবেচনা করে এবং করবে, তবে তাঁরা যাতে সমস্ত অধিকার পায় সেটাও নিশ্চিত করবে বলে জানিয়েছ। তাঁদের জন্য অতিরিক্ত সুবিধাও দিচ্ছে সরকার।

ঘরে বাইরে খবর

Latest News

দ্বিতীয় সারির নিউজিল্যান্ড টিমই কাঁদিয়ে ছাড়ছে বাবরদের, চতুর্থ T20I জিতে লিড নিল ৩ বছরে বিয়ে ভাঙার খবর অনির্বাণের! অভিনেতার প্রতি মেয়ের ‘ভালবাসা’,ভাগ করল রূপঙ্কর স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ভোটে টাকার ছড়াছড়ি, ফের উদ্ধার বিপুল পরিমাণ নগদ, কার্শিয়াঙে আটক GNLF নেতা আজ দ্বিতীয় দফায় ৮৮ কেন্দ্রে ভোট, ২০১৯ সালের নির্বাচনে ক'টা আসনে জিতেছিল BJP? ধনু, মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ লাকি কারা? জ্যোতিষমতে ২৬ এপ্রিলের রাশিফল রইল ৩.২ ওভারে কোনও রান না দিয়ে ৭ উইকেট,T20I-তে নতুন বিশ্ব রেকর্ড ইন্দোনেশিয়ার তরুণীর ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর অরেঞ্জ ক্যাপের দখল রাখলেন কোহলিই, বেগুনি টুপির লড়াইয়ে প্রথম পাঁচে ঢুকলেন নটরাজন ‘আমার খারাপ সময়ে…’! বিয়ের আগেই গর্ভবতী, ইলিয়ানা মুখ খুললেন বর মাইকেলকে নিয়ে

Latest IPL News

স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.