সোমবার বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন বিল ও মেলিন্ডা গেটস। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা ও তাঁর স্ত্রী জানান, বিচ্ছেদের পরেও তাঁরা একসঙ্গে তাঁদের সমাজসেবার কাজ চালু রাখবেন। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংস্থা।
দুজনেই টুইটের মাধ্যমে এই ঘোষণা করেন। তিন সন্তান তাঁদের। তাঁরা জানান, জীবনের নতুন এই অধ্যায়ে পরিবারের জন্য প্রাইভেসি কামনা করেন তাঁরা।
এক স্মৃতিচারণে মেলিন্ডা জানান, ১৯৮৭ সালে মাইক্রোসফটের প্রোডাক্ট ম্যানেজার হিসাবে তিনি যোগ দেন। কর্মসূত্রে এক নৈশভোজনে গিয়ে তাঁর সঙ্গে বিল গেটসের ঘনিষ্ঠতা হয়। সেই সময়ে খেলার ছলে তাঁরা ধাঁধা সলভ করছিলেন। এমন সময়ে একটি অঙ্ক কিছুতেই বিল পারছিলেন না। মেলিন্ডা তা অনায়াসেই সমাধান করে দেন। এরপরেই বুদ্ধিমতী মেলিন্ডার প্রেমে পড়েন বিল গেটস।
বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস ও মেলিন্ডা ১৯৯৪ সালে হাওয়াইতে বিয়ে করেন।
বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের বিভিন্ন দেশে সমাজসেবামূলক কাজ করেন বিল ও মেলিন্ডা। বিচ্ছেদের পরেও সেই কাজে কোনও বাধা সৃষ্টি হবে না বলে আশ্বাস দিয়েছেন তাঁরা।