বাংলা নিউজ > ঘরে বাইরে > সংসদে বাংলা বিভ্রাট,নোটিশ না দিয়ে মাতৃভাষায় প্রশ্ন লকেটের; ‘সতর্ক’ করলেন স্পিকার

সংসদে বাংলা বিভ্রাট,নোটিশ না দিয়ে মাতৃভাষায় প্রশ্ন লকেটের; ‘সতর্ক’ করলেন স্পিকার

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ফাইল ছবি

সংসদে ‘খেল ইন্ডিয়া’ প্রকল্প নিয়ে প্রশ্ন করেন লকেট চট্টোপাধ্যায়৷ সরকারের কাছে বিজেপি সাংসদ জানতে চান যে বাংলার জন্য ‘খেল ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে কী পরিকল্পনা আছে৷

সংসদে ভাষা বিভ্রাট৷ অগ্রিম নোটিশ না দিয়েই লোকসভায় বাংলায় প্রশ্ন করেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়৷ এর প্রেক্ষিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সতর্ক করেন লকেটকে৷ ওম বিড়লা জানান, কোনও ভাষায় তাঁর আপত্তি নেই৷ তবে বাংলায় বলতে হলে অগ্রিম নোটিস দিতে হবে৷ যাতে ইন্টারপ্রেটার সাংসদের অন্য সদস্যদের জন্য সেই বক্তব্যের তর্জমা করতে পারেন এবং সংসদের সব সদস্য সেই প্রশ্ন শুনে বুঝতে পারেন৷

এদিন সংসদে ‘খেল ইন্ডিয়া’ প্রকল্প নিয়ে প্রশ্ন করেন লকেট চট্টোপাধ্যায়৷ সরকারের কাছে বিজেপি সাংসদ জানতে চান যে বাংলার জন্য ‘খেল ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে কী পরিকল্পনা আছে৷ লকেট নিজের প্রশ্ন মাতৃভাষায় বাংলায় করলে অধ্যক্ষ বলেন, ‘আপনি মাতৃভাষায় প্রশ্ন তুললেন, তা খুবই ভালো৷ তবে এরপর নিজের ভাষায় প্রশ্ন করতে হলে অগ্রিম নোটিস দেবেন৷’ এরপর লকেট চট্টোপাধ্যায় অধ্যক্ষকে জিজ্ঞাসা করেন তিনি ফের একবার হিন্দিতে প্রশ্ন করবেন কি না, তাতে অধ্যক্ষ বলেন, ‘এখন অন্য ভাষায় আর প্রশ্ন করার প্রয়োজন নেই৷’ এদিকে লকেটের প্রশ্নের জবাব বাংলায় দিতে যান কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক৷ তখন অন্য সাংসদরা বিরোধিতা করলে নিশীথ শেষ পর্যন্ত নিজের জবাব হিন্দিতেই দেন৷

এদিন লকেটের প্রশ্নের জবাবে নিশীথ জানান, বিভিন্ন রাজ্যের ক্রীড়া মন্ত্রীর সঙ্গে কেন্দ্র আলোচনা করে বিভিন্ন প্রস্তাব চেয়েছিল৷ নিশীথ জানান, সব রাজ্য নিজেদের প্রস্তাব পেশ করলেও বাংলার তরফে এই সংক্রান্ত কোনও প্রস্তাব পেশ করা হয়নি৷ তাই কেন্দ্র এই বিষয়ে কোনও প্রকল্পের কথা ভাবেনি৷ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক মনে করান যে এককালে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এককালে ক্রীড়া মন্ত্রী ছিলেন৷ তাই তিনি আশা প্রকাশ করেন যে বাংলা শীঘ্রই খেলা সংক্রান্ত নিজেদের প্রস্তাব পেশ করবে কেন্দ্রের কাছে৷

 

 

বন্ধ করুন