বাংলা নিউজ > ঘরে বাইরে > bobby kataria viral video: 'ডামি বিমানে তো ধূমপান!' 'টাইট' দেওয়ার হুঁশিয়ারি শুনেই দাবি 'ইনফ্লুয়েন্সারের'

bobby kataria viral video: 'ডামি বিমানে তো ধূমপান!' 'টাইট' দেওয়ার হুঁশিয়ারি শুনেই দাবি 'ইনফ্লুয়েন্সারের'

ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Instagram )

Bobby Kataria Smoking: ববি কাটারিয়া বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, এটি কোনও সাধারণ বিমান নয়। একটি ডামি বিমান। তাঁর শুটিংয়ের জন্য ব্যবহার করা হয়েছিল। যদিও স্পাইসজেট এর আগেই জানিয়েছিল যে, ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল তারা।

বিমানের সিটে শুয়ে শুয়ে ধূমপান। সম্প্রকতি সোশ্যাল মিডিয়া তারকা ববি কাটারিয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়। তুঙ্গে বিতর্ক। তদন্তের নির্দেশ দিয়েছেন খোদ বিমানমন্ত্রীও। 

তবে ওই 'ইনফ্লুয়েন্সার' নিজে বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, এটি কোনও সাধারণ বিমান নয়। একটি ডামি বিমান। তাঁর শুটিংয়ের জন্য ব্যবহার করা হয়েছিল। যদিও স্পাইসজেট এর আগেই জানিয়েছিল যে, ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল তারা। আরও পড়ুন: বিমানে শুয়ে কেতা মেরে সিগারেটে টান ‘স্টারের’, তদন্তের নির্দেশ বিমানমন্ত্রীর

তিনি বলেন, ‘আমি তো জানতাম বিমানের ভিতরে লাইটার নিয়ে যাওয়ার অনুমতি নেই। লাইটার যদি নিয়েই যেতাম, সেটা তো স্ক্যানারে ধরা পড়ে যেত। এটা আমার আগে একটি শ্যুটিংয়ের সময়ে ভিডিয়োটি করা। ২০১৯-২০ সালের পুরনো একটি ভিডিয়ো এটি।’

এর আগেও আজব সব ভিডিয়োর জন্য ভাইরাল হয়েছেন রবি। দেরাদুনের একটি ব্যস্ত রাস্তায় তাঁকে মদ্যপান করতে দেখা গিয়েছে। কিন্তু সেই ভিডিয়োতেও তাঁর জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ববি। তিনি সংবাদসংস্থাকে বলেন, ভিডিয়োটি কখন শ্যুট করা হয়েছে সেটিই তাঁর মনে নেই। সেই ভিডিয়োর জন্য ববির বিরুদ্ধে দেরাদুন পুলিশ মামলা দায়ের করেছে।

হরিয়ানার বডি বিল্ডার ববি। ইনস্টাগ্রামে ৬.৩ লক্ষ ফলোয়ার তাঁর। বিমানে ধূমপানের ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, এই ধরনের বিপজ্জনক কাজ মেনে নেওয়া হবে না। স্পাইসজেট একটি বিবৃতি জারি করে জানায় যে, সেই সময়ে ববি কাটারিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। স্পাইসজেট জানিয়েছে যে, কেবিন ক্রু রা যখন অন বোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যস্ত ছিলেন, তখনই কাটারিয়া এই কাজ করেন। ফলে সেই সময়ে বিষয়টি তাঁদের নজরে আসেনি।

বন্ধ করুন