অনেক সময়ই লাইন পারাপার করার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারান সাধারণ মানুষ। এই নিয়ে এবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল বম্বে হাই কোর্ট। উচ্চ আদালত জানিয়ে দিল, ওভারব্রিজ বা আন্ডারপাস না থাকার কারণে যদি কেউ রেললাইনে হাঁটতে বাধ্য হন এবং সেই সময় যদি তাঁকে ট্রেনে ধাক্কা মারে তাহলে ভারতীয় রেলকে ক্ষতিপূরণ দিতে হবে। উল্লেখ্য, এর আগে এই সংক্রান্ত একটি আবেদনের প্রেক্ষিতে রেলওয়েল ক্লেইমস ট্রাইবুনাল জানিয়েছিল, রেললাইনে হাঁটতে থাকা ব্যক্তিকে ট্রেন ধাক্কা মারলে কোনও ক্ষতিপূরণ দিতে হবে না রেলকে। তবে সেই নির্দেশকে খারিজ করল উচ্চ আদালত।
এক ব্যক্তি রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন। তাঁরই নিকটাত্মীয় ক্ষতিপূরণের দাবি জানিয়েছিল রেল কর্তৃপক্ষের কাছে। সেই সংক্রান্ত মামলায় প্রেক্ষিতেই বম্বে হাই কোর্ট রায় দিয়েছে, আগামী ৬ সপ্তাহের মধ্যে মৃতের পরিবারকে আট লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রেল কর্তৃপক্ষকে। হাই কোর্টের তরফে জাস্টিস অভয় আহুজার বেঞ্চ বলে, ‘একজন ব্যক্তি যখন গ্রাম থেকে বৈধ টিকিট কেটে চাকরির সন্ধানে শহরে আসে... এরপর ট্রেন থেকে নেমে ওভারব্রিজ না থাকায় রেললাইন দিয়ে পারাপার করতে হয় তাঁকে। সেই সময় অন্য ট্রেনের ধাক্কায় মারা যান তিনি। এটাকে ইচ্ছাকৃত মৃত্যু বা অসতর্কতা কিংবা অবহেলা বলা যায় না।’
এর আগে রেলওয়ে ট্রাইবুনাল ২০১৯ সালে বলেছিল, মনোহর গজভিয়ে নামক ব্যক্তি নিজের অসাবধানতার কারণেই ট্রেনের ধাক্কায় মারা যান। ঘটনাটি ঘটেছিল রেওরাল স্টেশনে। মনোহরের পরিবারের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের মৃত্যুর পর সেই স্টেশনে ওভারব্রিজ তৈরি হয়েছিল। এই কারণে মনোহরের মৃত্যু আদতে রেল কর্তৃপক্ষের গাফিলতি।