প্রাক্তন বয়ফ্রেন্ড প্রতারণা করেছিলেন, ঠকিয়েছিলেন। প্রতিশোধ নিতে তাঁর বিরুদ্ধে করফাঁকি দেওয়ার অভিযোগ দায়ের করেন। আর সেজন্য পুরস্কারমূল্য হিসেবে সরকারের থেকে ৮৩ লাখ টাকা (আদতে ১০০,০০০ ডলার, যা ভারতীয় মুদ্রায় ৮৩ লাখ টাকা) পেয়েছেন। এমনই দাবি করলেন এক বিদেশি তরুণী। একাধিক রিপোর্ট অনুযায়ী, ওই মহিলা দাবি করেছেন যে তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ডের জেল হয়ে গিয়েছে। যদিও আদৌও ওই ব্যক্তির জেল হয়েছে কিনা, তা নিয়ে ধন্দ রয়েছে। কারণ ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, এরকম করফাঁকি দেওয়ার ঘটনায় কারাদণ্ড হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। তাছাড়া এত তাড়াতাড়ি পুরস্কারমূল্যও সাধারণত পাওয়া যায় না। তবে তারইমধ্যে আগুনের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ওই মহিলার ভিডিয়ো। অনেকের বাহবা কুড়িয়েছেন তিনি।
একাধিক রিপোর্ট অনুযায়ী, ওই টিকটক ভিডিয়োয় ওই মহিলা দাবি করেছেন যে প্রাক্তন বয়ফ্রেন্ডের সঙ্গে যখন সম্পর্কে ছিলেন, তখন তিনি জানিয়েছিলেন যে কখনও কর দেন না। পরবর্তীতে অবশ্য তাঁদের সম্পর্ক ভেঙে যায়। ওই ব্যক্তি তাঁকে ঠকিয়েছেন বলে দাবি করেন ওই মহিলা। যিনি আদতে মডেল। তাঁর কথায়, ‘(আমায় ঠকানোর পরে) ওর ব্যাপারে ইন্টারন্যাল রেভিনিউ সার্ভিসের কাছে অভিযোগ দায়ের করে দিই এবং পুরস্কারমূল্য হিসেবে ১০০,০০০ ডলার পেয়ে গিয়েছি।’
রিপোর্ট অনুযায়ী, টিকটক ভিডিয়োয় ওই মহিলা আরও বলেন যে 'এখন ও (এক্স-বয়ফ্রেন্ড) কয়েক বছরের কারাদণ্ডের মুখে পড়েছে। আর আমি রোজ ওর টাকা খরচ করছি। মেয়েদের রাগ অত্যন্ত শক্তিশালী বিষয়।' একাধিক রিপোর্ট অনুযায়ী, ওই মহিলার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যে ৩৮ লাখ ভিউ এসেছে ওই ভিডিয়োয়। অনেকেই ওই মহিলার প্রশংসা করেছেন। তাঁর পাশে দাঁড়িয়েছেন নেটিজেনদের একাংশ।
যদিও মহিলার দাবি নিয়ে প্রশ্ন উঠেছে। ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, এরকম করফাঁকির অভিযোগের ক্ষেত্রে সাধারণত জেল হয় না। ফলে তাঁর এক্স-বয়ফ্রেন্ড জেলে গিয়েছেন বলে যে দাবি করেছেন ওই মহিলা, সেটা নিয়ে ধন্দ প্রকাশ করা হয়েছে একাধিক মহলে। সেইসঙ্গে করফাঁকির তথ্য দিলে যে পুরস্কারমূল্য দেওয়া হয়, সেটা অনেক আইনি প্রক্রিয়ার পরে আসে। যতক্ষণ না সংশ্লিষ্ট ব্যক্তি নিজের আবেদনের সব অধিকার হারিয়ে ফেলছেন, ততক্ষণ সেই পুরস্কারমূল্য দেওয়া হয় না। অর্থাৎ পুরস্কারমূল্য পেতে কয়েক বছর লেগে যায় বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
আরও পড়ুন: Viral News: মৃত স্বামীর শুক্রাণু থেকে মা হতে চান এই ৬১ বছরের মহিলা! মাথায় হাত বিচারপতির