একেবারে যেন ডলি কি ডোলি সিনেমাই দেখা গেল বাস্তবে। উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনা। দুই ভাইয়ের একই সঙ্গে বিয়ে। পাত্রের মামার বাড়ি থেকে বিয়ে হবে বলে ঠিক হয়েছিল। তবে তার আগে পাত্রীদের নিয়ে স্থানীয় মন্দিরে গিয়েছিলেন তাঁরা। এরপর তাঁরা সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন। সেখানে আত্মীয় স্বজনরা সব এসেছিলেন নব বধূদের দেখতে। বেশ ঘোমটা টেনে বরের আত্মীয়দের সামনে এসেছিলেন দুই বধূ। দুজনেই লাজুক লাজুক। আত্মীয়দের চা দেন দুই বধূ। তাদের স্বামীদেরও চা দিয়েছিলেন ওই বধূরা। আর সেই চা খেয়েই ঘুম এসে যায় তাঁদের। এমনই ঘুম যে, পরের দিন বিকালে ঘুম ভাঙে আত্মীয়দের। কিন্তু দুই বউ কোথায় গেল? এরপরই আসল ঘটনা বুঝতে পারেন বরের বাড়ির লোকজন।
নতুন বিয়ে করা দুই বউই ততক্ষণে পগার পার। এক লাখ টাকা নগদ, তিনটি মোবাইল ফোন, কানের দুল নিয়ে চম্পট দিয়েছে তারা। ওই ডাকাতে বউদের সন্ধানে চারদিকে খোঁজাখুঁজি করেন বরের বাড়ির লোকজন। কিন্তু ওদের পাওয়া কি মুখের কথা?
তারা যে মোবাইল নম্বর দিয়েছিল সেগুলোও বন্ধ। বরের মাসি ঘুম থেকে উঠে দেখেন তার কানের দুল আর নুপুরও খোয়া গিয়েছে। এদিকে এক ঘটকের মারফৎ ওই দুই মেয়ের খোঁজ পেয়েছিলেন দুই ভাই। সেই ঘটকের নম্বরও বন্ধ। এদিকে ওই ঘটক তাদের বলেছিলেন যে দুই পাত্রীর বাড়ি বেরিলিতে। তারা নাকি দুই বোন। কিন্তু এতো একেবারে ডাকাত বউ। কোতোয়ালি থানার এসএসআই কৃতপাল সিং জানিয়েছেন, তদন্ত চলছে।