বাংলা নিউজ > ঘরে বাইরে > Budget 2023: বাজেটের আগে সর্বদলীয় বৈঠক, একাধিক দাবি তৃণমূলের, থাকল না কংগ্রেস

Budget 2023: বাজেটের আগে সর্বদলীয় বৈঠক, একাধিক দাবি তৃণমূলের, থাকল না কংগ্রেস

বাজেট অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক (ANI Photo) (Amlan Paliwal)

১০০দিনের কাজের টাকা নিয়ে নানা বঞ্চনার অভিযোগ রয়েছে বাংলা জুড়ে। সেই টাকা যাতে কোনওভাবেই আটকানো না হয় সেব্যাপারে দাবি জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা। এছাড়াও দেশের বেকারত্ব রোধে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, মূল্যবৃদ্ধি রোধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়ে আলোচনার দাবি রাখা হয়েছে তৃণমূলের তরফে।

আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট অধিবেশন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের মোদী সরকার ঠিক কী ঘোষণা করবে সেদিকে তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল। কতটা জনমোহিনী হবে এই বাজেট তা নিয়েও চর্চা চলছে পুরোদমে। আর তার আগে সোমবার সংসদ ভবনে সর্বদলীয় বৈঠকে যোগ দিলেন একাধিক রাজনৈতিক দল।

তবে সেই বৈঠকে গরহাজির থাকলেন কংগ্রেস নেতৃত্ব। তবে এদিন তৃণমূলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে। এদিন সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এই সর্বদলীয় বৈঠক আহ্বান করেছিলেন। সেখানে তৃণমূলের তরফে ঠিক কোন দাবি রাখা হল?

১০০দিনের কাজের টাকা নিয়ে নানা বঞ্চনার অভিযোগ রয়েছে বাংলা জুড়ে। সেই টাকা যাতে কোনওভাবেই আটকানো না হয় সেব্যাপারে দাবি জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা। এছাড়াও দেশের বেকারত্ব রোধে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, মূল্যবৃদ্ধি রোধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়ে আলোচনার দাবি রাখা হয়েছে তৃণমূলের তরফে। মহিলা সংরক্ষণ বিল নিয়েও আলোচনার দাবি রাখা হয়েছে। অন্যদিকে কেন্দ্রের কাছে বার বার বকেয়া অর্থ পাওনা রয়েছে বলে অভিযোগ তোলেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। এনিয়ে কেন্দ্র রাজ্য টানাপোড়েন কিছু কম হয়নি।তবে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে বকেয়া অর্থ এবারের বাজেটে বিশেষ ভাবে বরাদ্দ করতে হবে। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এই সর্বদলীয় বৈঠক সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন।

মূলত কেন্দ্রীয় বরাদ্দের ক্ষেত্রে যাতে কোনও বঞ্চনা না হয়, বকেয়া টাকা যাতে এবারের বাজেটে বরাদ্দ করা হয় সেব্যাপারেও জানানো হয়েছে তৃণমূলের তরফে।

এদিকে বাজেট অধিবেশন যাতে সুষ্ঠভাবে পরিচালিত হয় সেব্যাপারে কেন্দ্রের তরফে আবেদন করা হয়েছে। কিন্তু কংগ্রেসের কোনও প্রতিনিধি এদিন যোগ দেননি এই বৈঠকে। কেন তাঁরা এলেন না তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সূত্রের খবর, কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, অধীর চৌধুরী সহ তাবড় কংগ্রেস নেতারা গরহাজির ছিলেন এদিনের বৈঠকে। কংগ্রেসের তরফে জানানো হয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা নিয়ে ব্যস্ত রয়েছেন কংগ্রেস নেতৃত্ব। সেকারণেই তাঁরা থাকতে পারেননি এদিনের বৈঠকে।

তবে এদিনের বাজেট অধিবেশনের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। এই বাজেটে কতটা স্বস্তি মিলবে সাধারণ মানুষের, কতটা সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা তা নিয়েও চর্চা চলছে পুরোদমে। আদৌ কি স্বস্তি মিলবে না কি পুরোটাই আশাহত হবেন সাধারণ মানুষ? সেই প্রশ্নটা থেকেই গিয়েছে।

 

বন্ধ করুন