বাংলা নিউজ > ঘরে বাইরে > 2,000 Rupee Note: ২,০০০ টাকার নোট নিয়ে চিন্তা করবেন না, জেনে নিন জমা দেওয়ার নিয়ম

2,000 Rupee Note: ২,০০০ টাকার নোট নিয়ে চিন্তা করবেন না, জেনে নিন জমা দেওয়ার নিয়ম

ফাইল ছবি: এএফপি (AFP)

এই ২,০০০ টাকার নোট প্রত্যাহার নিয়ে বাজারে, ট্রেনে-বাসে অনেক গুজব শোনা যাচ্ছে। অনেকেই সত্যতা যাচাই না করেই না না জল্পনার কথা বলছেন। সেই সবেরই সুরাহা পাবেন এই প্রতিবেদনে।

গত সপ্তাহে শুক্রবার ২,০০০ টাকার নোট প্রত্যাহার করার ঘোষণা করে RBI। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যদিও এই নোট দিয়ে কেনাকাটা করা যাবে। তবে এই সময়ের মধ্যেই ২,০০০ টাকার নোট নিয়ে ব্যাঙ্কে যেতে হবে। সেখানে নিজের অ্যাকাউন্টে টাকা জমা করে দিতে পারেন। অথবা, ২,০০০ টাকার নোট দিয়ে ৫০০ টাকার নোট নিয়ে নিতে পারেন। 
 

এই ২,০০০ টাকার নোট প্রত্যাহার নিয়ে বাজারে, ট্রেনে-বাসে অনেক গুজব শোনা যাচ্ছে। অনেকেই সত্যতা যাচাই না করেই না না জল্পনার কথা বলছেন। সেই সবেরই সুরাহা পাবেন এই প্রতিবেদনে। আরও পড়ুন: লাগবে না পরিচয়পত্র, SBI-তে কত মূল্যের ২,০০০ টাকার নোট পালটাতে চাই না আবেদনপত্র?

1

২,০০০ টাকার নোট কেন বাতিল করা হল?

২০১৬ সালে ৫০০ এবং ১,০০০ টাকার কাগজী নোট প্রত্যাহার করার পর ২,০০০ টাকার নোট চালু করা হয়েছিল। তবে ধীরে ধীরে এই নোটের সংখ্যা কমানোরই পরিকল্পনা ছিল। ২০১৮-১৯ সাল থেকেই ২,০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়। বেশিরভাগ ২,০০০ টাকার নোটই এখন ২০১৭ সালে ছাপানো। ফলে তাদের ৪-৫ বছরের আয়ু প্রায় শেষের দিকে। বর্তমানে বাজারে প্রচলিত মোট নোটের মাত্র ১০.৮%-ই ২,০০০ টাকার নোট। অর্থাত্, প্রতি ১০০টি বিভিন্ন অঙ্কের নোটের মধ্যে মাত্র ১১টি ২,০০০ টাকার নোট বলা যেতে পারে।

2

২,০০০ টাকার নোট দিয়ে এখন কিছু কিনতে পারব?

নিশ্চই। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত আপনি কাউকে ২,০০০ টাকা দিয়ে পেমেন্ট করতে চাইলে তিনি তা গ্রহণ করতে বাধ্য। তবে স্থানীয় দোকানের বিক্রেতারা গ্রহণ করতে অস্বীকার করতেই পারেন। কিন্তু আইনত আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২,০০০ টাকার নোট বৈধ। তাই এই নোট বাতিল নয় একেবারেই। 

3

কীভাবে ২,০০০ টাকার নোট এক্সচেঞ্জ বা জমা করবেন?

আপনার ব্যাঙ্কের শাখায় গিয়ে ২,০০০ টাকার নোট জমা দিয়ে অ্যাকাউন্টে টাকা ফেলে দিতে পারেন। আবার চাইলে যে কোনও শাখায় গিয়ে ২,০০০ টাকার নোট জমা দিয়ে তার বদলে ৫০০, ১০০ টাকার সমতুল্য নোট নিয়ে আসতে পারেন। তবে মনে রাখবেন, একবারে সর্বোচ্চ ১০টি ২,০০০ টাকার নোট এক্সচেঞ্জ করতে পারবেন। 

4

নোট বদলের জন্য কি কোনও ফি লাগবে?

না। নোট বদলের জন্য আলাদা করে কোনও ফি দিতে হবে না। বিনামূল্যেই পাবেন এই পরিষেবা।  আরও পড়ুন: 'ধামাকা নয়, ধোকা', ২০০০ টকার নোটের 'ব্যাঙ্ক ওয়াপসি' নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

বন্ধ করুন