বাংলা নিউজ > ঘরে বাইরে > করোনা রুখতে ৭৭.৮% সক্ষম কোভ্যাক্সিন, জমা তৃতীয় পর্যায়ের ট্রায়ালের রিপোর্ট: সূত্র

করোনা রুখতে ৭৭.৮% সক্ষম কোভ্যাক্সিন, জমা তৃতীয় পর্যায়ের ট্রায়ালের রিপোর্ট: সূত্র

গত সপ্তাহে ভারত বায়োটেকের করোনাভাইরাস টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালের তথ্য জমা দেওয়া হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্য ব্লুমবার্গ)

গত সপ্তাহে ভারত বায়োটেকের করোনাভাইরাস টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালের তথ্য জমা দেওয়া হয়।

তৃতীয় পর্যায়ের ট্রায়ালে কোভ্যাক্সিনের ৭৭.৮ শতাংশ কার্যকারিতার প্রমাণ মিলেছে। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটিকে এমনই তথ্য দিয়েছে ভারত বায়োটেক।

সূত্রের খবর, গত সপ্তাহের শেষের দিকে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিসিজিআই) কাছে ভারত বায়োটেকের করোনাভাইরাস টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালের তথ্য জমা দেওয়া হয়। সেই তথ্য পর্যালোচনার জন্য মঙ্গলবার বৈঠকে বসেছে বিশেষজ্ঞ কমিটি।

গত এপ্রিলে ভারত বায়োটেকের তরফে দাবি করা হয়, কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় অভ্যন্তরীণ ট্রায়ালে ৭৮ শতাংশ কার্যকারিতার প্রমাণ মিলেছে। মার্চে প্রথম অভ্যন্তরীণ ট্রায়ালে করোনা রুখতে কোভ্যাক্সিন ৮১ শতাংশ সক্ষম হয়েছে দাবি করেছিল ভারত বায়োটেক। প্রথম এবং দ্বিতীয় অভ্যন্তরীণ ট্রায়ালে যথাক্রমে ৪৩ জন এবং ১২৭ জনের উপর পরীক্ষা চালানো হয়েছিল। ভারত বায়োটেকের তরফে দাবি করা হয়েছিল, দ্বিতীয় দফায় গুরুতর করোনা সংক্রমণের ক্ষেত্রে ১০০ শতাংশ কার্যকারিতা দেখা গিয়েছে। কমেছে হাসপাতালে ভরতি হওয়া রোগীর সংখ্যাও। উপসর্গহীন রোগীদের ক্ষেত্রে কোভ্যাক্সিনে ৭০ শতাংশ কার্যকারী বলে দাবি করা হয়েছিল।

তারইমধ্যে আবার কোভ্যাক্সিনে নবজাতক বাছুরের সেরাম ব্যবহার করা হয় কিনা, তা নিয়ে চর্চা শুরু হয়েছিল। যদিও কেন্দ্রের তরফে দাবি করা হয়, টিকা তৈরির জন্য নবজাতক বাছুরের সেরাম ব্যবহার করা হয়। শেষপর্যন্ত যে টিকা প্রদান করা হয়, তাতে সেই সেরাম থাকে না। একটি বিবৃতিতে বলা হয়, ‘শুধুমাত্র ভেরো সেল তৈরির নবজাতক বাছুরের সেরাম ব্যবহার করা হয়। ভেরো সেল তৈরির জন্য বিশ্বজুড়ে গরু এবং অন্যান্য পশুর সেরাম হল স্বীকৃত উপকরণ। ভেরো সেল কোষের জীবন তৈরি করে। যা টিকা উৎপাদনের কাজে লাগে। দশকের পর দশক ধরে সেই পন্থা ব্যবহার করা হয়। পোলিয়ো, জলাতঙ্ক এবং ইনফ্লুয়েঞ্জার টিকার ক্ষেত্রেও তা ব্যবহৃত হয়।’

বিবৃতি জারি করে জানানো হয়, ভেরো সেল তৈরি হয়ে যাওয়ার পর একাধিকবার জল এবং রাসায়নিক নিয়ে ধোয়া হয়। ভেরো সেলে যাতে নবজাতক বাছুরের সেরাম না থাকে, সেজন্যই সেই কাজ করা হয়ে থাকে। তারপর ওই ভেরো সেলগুলিকে করোনাভাইরাস সংক্রমিত করা হয়। ভাইরাস তৈরির জন্য ভেরো সেল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। পরে সেই ভাইরাসকেও মেরে দেওয়া হয়। টিকা তৈরির জন্য সেই মৃত ভাইরাস ব্যবহার করে থাকে। তাই টিকায় নবজাতক বাছুরের সেরাম থাকে না। চূড়ান্ত পর্যায়ে টিকা তৈরির প্রক্রিয়ায় ব্যবহার করা হয় না নবজাতক বাছুরের সেরাম।

ঘরে বাইরে খবর

Latest News

রাতের অন্ধকারে জুন মালিয়ার ব্যানার–পোস্টার ছেঁড়ার অভিযোগ, বিজেপিকে দুষছে তৃণমূল প্রাথমিকে আর ২৫০ জনকে ২ মাসের মধ্যে নিয়োগের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার ‘আগে নিজে দেহত্যাগ করুন’, SSC মামলার পরই পদত্যাগ করতে বলায় অভিজিৎকে আক্রমণ মমতার ওয়েইসির সম্পত্তির মূল্য ২৩ কোটি, ২২১ কোটি ধনসম্পদ বিজেপি প্রতিদ্বন্দ্বীর ভারত-পাকিস্তান ম্যাচের ড্রপ ইন উইকেট এসছে অস্ট্রেলিয়া থেকে,থাকবে বাউন্স এবং পেস ভোট দিতে এসে হোঁচট খেলেন গুরু অশোক, ছুটে গেলেন একদা শিষ্য শঙ্কর, সৌজন্য দেখা গেল নগ্ন দৃশ্য অভিনয় করে বিতর্কের ঝড় তোলেন টলি নায়িকা,লাল পোশাকের এই খুদেকে চিনলেন? গ্ল্যাম লুকে ম্রুণাল, জর্জেটের এই শাড়ি আর ব্লাউজের দাম শুনলে মাথা ঘোরাবে ‘ভোট কেনার জন্য নড্ডা ৫টি ব্যাগে করে টাকা এনেছিলেন’ বিস্ফোরক দাবি তেজস্বীর ভোটের মধ্যেই ময়নার বাকচায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.