বাংলা নিউজ > ঘরে বাইরে > আজ থেকে Co-Win অ্যাপে পরিবর্তন, করোনা টিকা পেতে লাগবে ৪ ডিজিটের কোড

আজ থেকে Co-Win অ্যাপে পরিবর্তন, করোনা টিকা পেতে লাগবে ৪ ডিজিটের কোড

জম্মুতে করোনা টিকা নিচ্ছেন এক তরুণী। (ছবি সৌজন্য পিটিআই)

‘স্লট’ বুক করার পরই অনেককেই দেখাচ্ছিল যে টিকা পেয়ে গিয়েছেন। সেই ভুলভ্রান্তি এড়াতে এবার কোড চালু হচ্ছে।

‘স্লট’ বুক করার পরই অনেককেই দেখাচ্ছিল যে টিকা পেয়ে গিয়েছেন। সেই ভুলভ্রান্তি এড়াতে এবার কো-উইন পোর্টালে নিরাপত্তা সংক্রান্ত বাড়তি ফিচার্স যোগ করা হল। তার ফলে এবার থেকে কো-উইন পোর্টালে টিকা নেওয়ার ‘স্লট’ বুক করলে চার সংখ্যার একটি ‘কোড’ আসবে। যা টিকাকরণ কেন্দ্রে দেখাতে হবে। আজ (শনিবার) থেকেই সেই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সম্প্রতি অভিযোগ উঠছিল যে টিকা না নিলেও ফোনে প্রতিষেধক পেয়ে যাওয়ার মেসেজ আসছিল। অথচ তাঁরা শুধুমাত্র টিকা নেওয়ার ‘স্লট’ বুক করেছিলেন। সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এবার থেকে ‘কোড’ আসার ফলে উপভোক্তার টিকাকরণ সংক্রান্ত যাবতীয় তথ্য সঠিকভাবে জমা থাকবে। তারপর সেই ‘কোড’ টিকাকরণ কেন্দ্রে দেখাতে হবে। তবে যিনি টিকা দেবেন, তিনি আগে থেকে সেই ‘কোড’ জানবেন না। টিকা প্রদানের সময় তিনি ‘কোড’ জানতে চাইবেন। টিকাকরণের পর ডিজিটাল শংসাপত্রেও ‘কোড’ থাকবে। 

স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানিয়েছে, উপভোক্তার অ্যাপয়েন্টমেন্ট স্লিপে ‘কোড’ লেখা থাকবে। টিকাকরণের সময় সেই অ্যাপয়েন্টমেন্ট স্লিপ (প্রিন্ট করে বা মোবাইলে) বা অ্যাপয়েন্টমেন্টের সময় চূড়ান্ত করে যে মেসেজে পাঠানো হয়েছে, তা নিয়ে যেতে হবে। যাতে সেই ‘কোড’ সহজেই দেখানো যায়।

 কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

১) কো-উইন পোর্টালে (www.cowin.gov.in) যান।

২) 'Register/ Sign In yourself'-তে ক্লিক করুন।

৩) নিজের মোবাইল নম্বর দিন। সেই নম্বরে ওটিপি আসবে।

৪) সেই ওটিপি ওই সাইটে দিয়ে মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে হবে।

৫) নিজের জন্মদিন, লিঙ্গ, এবং কোনও একটি সরকারি পরিচয়পত্রের নম্বর আপলোড করতে হবে।

৬) রেজিস্ট্রেশনের পর অ্যাপয়েনমেন্ট নিতে হবে। কোথায় আপনি টিকা নিতে চান, তা বেছে নিন।

৭) শেষে ওটিপি আসবে।

পরবর্তী খবর

Latest News

পরপর ফ্লপ, তবুও হাতে ৯টা ছবি! আগামীতে কী কী দেখতে পাবেন অক্ষয়ের ফ্যানরা? ‘আগামী দিনে আকাশ দীপই মুশকিল আসান হবে,সিরিজ জিতবে ভারতই’! ভবিষ্যদ্বাণী মহারাজের… ISL শুরুর ৩দিন আগেও চোট চিন্তায় মোহনবাগান! মুম্বই ম্যাচে নেই ম্যাকলারেন! মুনমুনের 'আমার দুর্গা' পাঠে চোখে জল কৌশিকীর, তবুও বিদ্রুপের শিকার আবৃত্তিকার!কেন ভিডিয়ো-বার্থ ডে পার্টিতে সিঙ্গার গিল-ড্যান্সার ইশান! উপভোগ করলেন শ্রেয়স-রাহুল… 'তোর বোনের সঙ্গে হলে কী করতিস?', RG করে বিক্ষোভের মুখে CBI, হল অশালীন আক্রমণও ‘কবির যদি টিবি না হয় তাহলে…’ হঠাৎ শ্রোতাদের বিদ্রুপ করে বিঁধলেন কেন শিলাজিৎ? Nations League- ইজরায়েলের মাঠে জয় ইতালির! আজ মুখোমুখি জার্মানি-নেদারল্যান্ডস! গো ব্যাক স্লোগান নিয়ে ফের মুখ খুললেন ঋতুপর্ণা, তুললেন আন্দোলন নিয়ে প্রশ্নও প্রেমের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি কাদের জন্য অনুকূল, কী বলছে আজকের প্রেম রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.