বাংলা নিউজ > ঘরে বাইরে > পুতুল সেলাই করে দিচ্ছেন দিদা, চুপটি করে অপেক্ষায় গোল্ডেন রিট্রিভার রিও

পুতুল সেলাই করে দিচ্ছেন দিদা, চুপটি করে অপেক্ষায় গোল্ডেন রিট্রিভার রিও

পুতুল সেলাই করে দিচ্ছেন দিদা, চুপটি করে অপেক্ষায় গোল্ডেন রিট্রিভার রিও

নাতি-নাতনিদের সঙ্গে দাদু-দিদার সম্পর্ক সব সময়েই স্পেশাল। সর্বদাই নাতি-নাতনিদের পাশে থাকেন তাঁরা। আর এই ভালবাসা শুধুমাত্র মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। তাঁদের ভালোবাসার আলো চারপেয়ে প্রাণীদের মধ্যেও প্রসারিত।

নিচের ভিডিয়োটি অন্তত তারই প্রমাণ দেয়। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি পুতুল নিয়ে সেলাই করছেন এক বয়স্ক মহিলা। অন্যদিকে ধৈর্য্য ধরে তাঁর সামনে বসে আছে একটি কুকুর। অপেক্ষা করছে সেলাই শেষ হওয়ার।

ভিডিয়োর কুকুরটির নাম 'রিও নিমেশ'। তার নিজের নামেই একটি ইনস্টাগ্রাম পেজ রয়েছে। সেই পোস্ট থেকেই তার ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ক্লিপটির ক্যাপশনে লেখা হয়েছে, 'থ্যাঙ্ক ইউ দাদি।' 

আরও পড়ুন: মহাকাশ থেকে ধরা পড়ল মাউন্ট Everest-র অসামান্য দৃশ্য! দেখুন সেই ছবি

ভিডিয়োতে দেখা যাচ্ছে, কুকুরটি পুতুল নিয়ে খেলার সময় ছিঁড়ে ফেলেছে। তারপর সেই পুতুল রক্ষায় এগিয়ে এলেন দিদা। যত্ন করে স্টাফড টয়টি সেলাই করে দিলেন তিনি।

দেখুন সেই ভিডিয়ো:

ভিডিয়োটি মাত্র কয়েকদিন আগেই পোস্ট করা হয়েছে। শেয়ার করার পর থেকে, ক্লিপটিতে ৩.১ লক্ষেরও বেশি লাইক পড়েছে। অনেকে কমেন্টও করেছেন।

বন্ধ করুন