2/4 ১০ নভেম্বর সকাল থেকেই ঝকঝক করছে দিল্লির আকাশ। শুক্রবার সকালে দিল্লি এনসিআরএ বৃষ্টি হওয়ায় বেশ কিছুটা স্বস্তি নেমে এসেছে। এদিন সকালে হালকা থেকে মাঝারি বর্ষণ শুরু হয়। তার ফলে নেমে আসে স্বস্তির বৃষ্টি। REUTERS/Sunil Kataria
3/4 গত কয়েকদিনে দিল্লির আকাশ ঢাকে দূষণের চাদরে। পরিস্থিতি এতটাই ভয়াবহ দিকে গিয়েছে, যে তার জন্য স্কুল কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নেয় দিল্লি সরকার। এই পরিস্থিতিতে দেখা যায়, দিল্লির একিউআর ৪০০ পেরিয়েছে। উল্লেখ্য, একিউআর ৪০০ বিপদসীমার অঙ্ক। সেই জায়গা থেকে এই পরিসংখ্যান ব্যাপক আতঙ্ক ধরিয়েছিল দিল্লির বুকে। (ANI Photo/Jitender Gupta)
4/4 উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ভারতের ৩ শহর রয়েছে। তারমধ্যে অন্যতম দিল্লি। সেখানে কলকাতার নামও উল্লেখ করা হয়েছে। এই জায়গা থেকে দিল্লি ও কলকাতা সহ বেশ কিছু ভারতীয় শহরে দিওয়ালির সময় দূষণ রোখা নিয়ে সতর্কতার ডাক দেওয়া হচ্ছে। তবে আপাতত দিল্লিতে বর্ষণের জেরে দিল্লিবাসী খানিকটা স্বস্তিতে। (Photo by Arvind Yadav/ Hindustan Times)