নিজের দফতরের আটজন আধিকারিকে ২০টি সংসদীয় প্যানেলের সঙ্গে যুক্ত করা প্রসঙ্গে মুখ খুললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি জানিয়েছেন প্যানেলের একাধিক সদস্য এবং চেয়ারপার্সন তাঁর কাছে অনুরোধ করেছিলেন সেগুলিকে কার্যকরী এবং কর্মক্ষমতা উন্নত করার। সেই অনুরোধ মেনে তিনি 'দক্ষ' আইএএস এবং আইএফএস আধিকারিকদের যুক্ত করেছেন।
বৃহস্পতিবার তিনি প্রাক্তন সাংসদ করণ সিং-এর লেখা একটি বই উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানেই তিনি বক্তব্য রাখতে গিয়ে এই নিয়োয় প্রসঙ্গে নিজের মত জানান। তিনি বলেন,'আপনারা এই ধরনের কমিটিগুলির গুরুত্ব জানেন। প্রতিটি কমিটিকে কার্যকারিতা আরও উন্নত করার জন্য আমাকে অনুরোধ করা হয়েছিল। আমি কমিটির সদস্য সাংসদদের কাজে সহযোগিতার জন্য দক্ষ ব্যক্তিদের নিয়োগ করেছি। এঁদের মধ্যে আইএএস, আইএফএস এবং বিশেষজ্ঞ রয়েছেন।'
প্রসঙ্গত, ২০টির মধ্যে ১২টি কিমিটি ও ৮টি বিভিন্ন দফতর সংক্রান্ত কমিটি। সবগুলিই রাজ্যসভার সঙ্গে সম্পর্কিত। উপরাজ্যপাল ধনখড়ের অফিসার্স অন স্পেশাল ডিউটি রাজেশ এন নায়েক, অখিল চৌধুরী, অভ্যুদ্যয় সিং শেখাওয়াত, দীনেশ ডি কৌস্তভ সুধাকর বি, প্রাইভেট সেক্রেটারি সুজিত কুমার, অতিরিক্ত প্রাইভেট সেক্রেটারি সঞ্জয় ভার্মা, সিনিয়র পিএস অদিতি চৌধুরীকে এই ২০টি কমিটির সঙ্গে যুক্ত করা হয়।
গত ৭ মার্চ একটি ইন্টারনাল অর্ডার বের হয়। সেই অর্ডারে আধিকারিকদের নির্দিষ্ট কমিটির সঙ্গে যুক্ত করার কথা বলা হয়। ওই নির্দেশিকায় বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই আধিকারিকরা ২০টি কমিটিতে থাকবেন।