প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শোকবার্তা এসেছে। এবার প্রণববাবুকে 'মহান নেতা' হিসেবে অভিহিত করে শোকপ্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী জো বিডেন।
একটি টুইটবার্তায় ট্রাম্প বলেন, ‘ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর জানতে পেরে আমি শোকাহত। এক মহান নেতার প্রয়াণে শোকপ্রকাশের সময় আমি তাঁর পরিবার ও ভারতের মানুষকে সমবেদনা জানাচ্ছি।’
প্রণববাবুর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিডেনও। যিনি ২০১৩ সালে ভারত সফরে এসে তৎকালীন ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন। একটি টুইটবার্তায় আমেরিকার প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট বলেন, '(প্রাক্তন) রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় জনগণের একজন নিষ্ঠাবান সেবক ছিলেন। যিনি বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ একসঙ্গে সামলানোর জন্য আমাদের দু'দেশের গুরুত্বে গভীরভাবে বিশ্বাস করতেন। তাঁর প্রয়াণের খবরে জিল (বি়ডেনের স্ত্রী) ও আমি দুঃখিত - তাঁর ভালোবাসার মানুষ ও ভারতীয়দের প্রতি সমবেদনা জানাচ্ছি।'
গত সোমবার দিল্লির সেনা হাসপাতালে প্রণববাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেই খবরে দেশের রাজনৈতিক মহল তো বটেই, বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রনেতারা গভীরভাবে শোকপ্রকাশ করেন। চিনের তরফেও সমবেদনা জানানো হয়। তারইমধ্যে সোমবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লির লোধি রোড মহাশ্মশানে প্রণববাবুর শেষকৃত্য সম্পন্ন হয়।