HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ঘরে বাইরে > Eid 2023 in Bangladesh: 'বাংলাদেশের ইদে সেই পুরনো সামাজিকতা উঠে গিয়েছে, এত বৈষম্য দেখা যেত না আগে'

Eid 2023 in Bangladesh: 'বাংলাদেশের ইদে সেই পুরনো সামাজিকতা উঠে গিয়েছে, এত বৈষম্য দেখা যেত না আগে'

‘বাংলাদেশে যে উন্নতিটা হচ্ছে ধারাবাহিকভাবে পাকিস্তান আমল থেকে এখনও সেটা হচ্ছে পুঁজিবাদী ধরনের উন্নতি। এটা অল্প মানুষের উন্নতি হবে, মুনাফা পাবে। আর বেশিরভাগ মানুষ যারা উৎপাদনের সঙ্গে যুক্ত তারা বঞ্চিত হবে ৷ ওই বৈষম্যটাই সর্বত্র দেখা যায়।’

বাংলাদেশে ইদ পালন। (ছবি সৌজন্যে এএফপি)

এক মাস রোজা রেখে মুসলমানেরা ইদ উদযাপন করেন। রাষ্ট্র ও সমাজের পরিবর্তনের সঙ্গে-সঙ্গে এই উদযাপনেও পরিবর্তন আসে। এসব পরিবর্তন-সহ সার্বিক বিষয় নিয়ে কথা বলেছেন বিশিষ্ট শিক্ষাবিদ এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

ডয়চে ভেলে: ইদ কী আসলে সবার জন্য সমান খুশির?

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী: না, মোটেই না। শুধু নমাজের সময় ধনী, দরিদ্র সবাই একসঙ্গে নমাজ পড়েন। কিন্তু নমাজের সময়ও দেখা যাবে মসজিদের বাইরে বহু মানুষ অপেক্ষা করে কিছু পাবে বলে বা ভিক্ষার জন্য। আমরা এখন আর সাম্যটা দেখি না। এটা আগেও ছিল। এখন বৈষম্য অনেক বেড়েছে।

কেন এই বৈষম্য?

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী: এই বৈষম্যটা হল উন্নতির কারণে। বাংলাদেশে যে উন্নতিটা হচ্ছে ধারাবাহিকভাবে পাকিস্তান আমল থেকে এখনও সেটা হচ্ছে পুঁজিবাদী ধরনের উন্নতি। এটা অল্প মানুষের উন্নতি হবে, মুনাফা পাবে। আর বেশিরভাগ মানুষ যারা উৎপাদনের সঙ্গে যুক্ত তারা বঞ্চিত হবে ৷ ওই বৈষম্যটাই সর্বত্র দেখা যায়। ইদের সময়ও তা ভালোভাবে দেখা যায়। আমি তো শুধু ভিক্ষার কথা বললাম। জামাকাপড়ের ব্যাপারেও দেখা যাবে, চলাফেরার ক্ষেত্রেও দেখা যাবে, ইদের সময় আরও প্রকট হয়ে দেখা দেয়।

কেউ লাখ টাকার কাপড় কিনছে, কেউ কিনতেই পারছে না? এমনটি কী হওয়ার কথা ছিল?

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী: মোটেও না। আমরা বাংলাদেশে যেটা চেয়েছিলাম মানুষে মানুষে অধিকার ও সুযোগের সাম্য। সেটা আসেনি। এখানে ক্রমাগত বৈষম্য বাড়ছে। উন্নতি যত বাড়ছে, বৈষম্যও তত বাড়ছে। যে কোনও পরিসংখ্যান ও জরিপে এটা বেরিয়ে আসছে।

ইদের আনন্দেও কী পরিবর্তন এসেছে?

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী: ইদের আনন্দ তো মোটামুটি ছিল খাবার-দাবারে। নতুন নতুন খাবার বা পুরনো খাবারই নতুনভাবে পাওয়া। আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া বা সামাজিকতা। খাওয়া-দাওয়াটা আগের মতো ঘরে ঘরে হয়। কিন্তু তাঁরা নিজেরা রান্না করার চাইতে রেস্টুরেন্ট থেকে কেনাই বেশি পছন্দ করেন। দ্বিতীয়ত, সামাজিকতা কমে গিয়েছে। আগে যেমন মানুষ ইদ উপলক্ষে মানুষের বাড়িতে যেত বা অপেক্ষা করত যে মানুষ বাড়িতে আসবে। সেটা এখন কমে গিয়েছে। পারিবারিক বা খুবই ঘনিষ্ঠজন ছাড়া এখন আর সামাজিকতা দেখি না।

ইদের নমাজ পড়ার পর কোলাকুলি করছে ধনী-দরিদ্র। কিন্তু এখন তো ধনীরা বিদেশে ঘুরতে যাচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে। পারিবারিক সামাজিকতা কী উঠে যাচ্ছে?

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী: অবশ্যই। এখন তো রেস্টুরেন্টের সংস্কৃতি চলে এসেছে। ঘরে রান্নার চেয়ে রেস্টুরেন্টে যাওয়াই পছন্দ। আরও যাঁরা ধনী, তাঁরা বিদেশে যাচ্ছেন। এটা গেল একটা দিক। আরেকটা দিক হল, পরিবারের মধ্যেও যাঁরা বিত্তবান, আর যাঁরা বিত্ত পায়নি, তাঁদের মধ্যে আত্মীয়তাটা নেই। যাঁরা ধনী হতে পেরেছেন, তাঁদের নতুন আত্মীয়-স্বজন হয়েছে। আপন যে ভাইবোন, তাঁদের সঙ্গেও আগের সম্পর্কটা নেই। আবার যাঁরা সুযোগ থেকে বঞ্চিত, ভাইবোন তাঁরাও পরস্পর থেকে আলাদা হয়ে গিয়েছে। অসম ধনবণ্টন পারিবারিক সম্পর্কটাকেও নষ্ট করছে।

ধনীদের জন্য কী ইদ এক ধরনের বিলাসিতা?

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী: যে কোন উৎসবই ধনীদের জন্য বিলাসিতা। তারা এই সময়টার জন্য অপেক্ষা করে। ভালো কাপড়ের জন্য, ভালো খাবারের জন্য, বিদেশে ঘুরতে যাওয়ার জন্য তারা পরিকল্পনা করে। এটা উৎসব, কিন্তু সকলের জন্য একরকম উৎসব নয়। কারও জন্য বিলাসিতা, কারও জন্য কিছু প্রাপ্তির সুযোগ। গরির মানুষ আশা করে তারা দান-খয়রাত কিছু পাবে।

আমাদের দেশে অর্থনৈতিক বৈষম্য এত প্রকট হল কেন?

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী: একই উত্তর। যে উন্নতি আমাদের হচ্ছে, সেটা পুঁজিবাদী উন্নয়নের ধারা। এই উন্নয়ন সবসময়ই বৈষম্য সৃষ্টি করে। এই উন্নয়ন মুনাফা কেন্দ্রিক, এটা বিচ্ছিন্নতাবাদ বাড়ায়। যারা মুনাফা করে, তারা আরও মুনাফা করতে চায় এবং করতে পারে। আর যারা শ্রম দেয়, উৎপাদনের সঙ্গে যুক্ত তারা বঞ্চিত হয়। তারা ইদের সময় বোনাসের দাবি করবে, পাবে না। শ্রমিক আশা করবে গ্রামের বাড়িতে যাবে, কিন্তু যেতে পারবে না। কিছু উপহার কিনে নিয়ে যাওয়ার কথা ভাববে কিন্তু কিনতে পারবে না। কারণ দাম বেড়ে গেছে। এটা আসলে উন্নয়নের সঙ্গে জড়িত।

ইদ আগে যেমন দেখেছেন, আর এখন যেমন দেখছেন, কীভাবে তুলনা করবেন?

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী: ইদে আগে এত বৈষম্য দেখা যেত না। কারণ তখন আমরা এত উন্নত ছিলাম না। এখন উন্নত হয়েছি, এজন্য বৈষম্য বেড়েছে। আগে ইদের মধ্যে সামাজিকতা এখনের চেয়ে অধিক ছিল। আত্মীয়-স্বজনের মধ্যে অতটা বৈষম্য ছিল না। দেখাশোনা হত। আগে আরেকটা জিনিস হত। আমরা তো পুরান ঢাকায় থাকতাম। দেখতাম ছেলে-মেয়েরা সিনেমা দেখতে যেতো। ইদ উপলক্ষে নতুন সিনেমা আসত। সেটা দেখার জন্য কিশোর-কিশোরীরা অপেক্ষা করত। এখন তো আর সিনেমা হল নেই। সিনেমার ওই বিনোদনটাও চলে গিয়েছে।

ইদের আনন্দ আগে বেশি হতো, না এখন বেশি হয়?

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী: এটা নির্ভর করবে কার কথা ভাবছি। যাঁরা ধনী, তাঁদের আনন্দ আগের চেয়ে বেশি হয়। আর যাঁরা গরিব, তাঁদের আনন্দ আগের চেয়ে কম হয়। ধনী দরিদ্র যদি একসঙ্গে মেলানো হয়, তাহলে বলব আগের চেয়ে কম হয়। এখন অনেকটা প্রদর্শনের ব্যাপার এর মধ্যে থাকে। ইদের আনন্দটা সামাজিক হওয়া উচিৎ। সেই সামাজিকতাটা কমে গিয়েছে এটা ঠিক।

কীভাবে সবার জন্য সমান হতে পারে ইদের আনন্দ?

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী: সমাজ যদি বদলায়, সমাজে যদি সাম্য আসে, ধন বৈষম্য যদি কমে, মানুষের আয় যদি বাড়ে, কারও বেশি কারও কম না থাকে অর্থাৎ সমতার উপর নির্ভর করবে। সমাজে সাম্য প্রতিষ্ঠিত হচ্ছে কিনা, তার উপরই নির্ভর করতে এর চরিত্র।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

ঘরে বাইরে খবর

Latest News

অনুষ্কার ৩৬তম জন্মদিনে ডিনার পার্টির আয়োজন করেন বিরাট, মেনুতে কী কী ছিল IPL 2024-মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের জয়ের নায়ক আইয়ার… কেন ধন্যবাদ দিলেন মহারাজকে জলের নিচে তাক করে রাখা ক্যামেরা,'ধুকপুক' বুকে ডুব দিলেন পর্দার ‘কৃষ্ণা’ দেবত্তমা ISL ফাইনালের পরই কোচিং জীবনে ইতি টানবেন হাবাস? শুরু জল্পনা, মোহনবাগানে নয়া কোচ? শনিগ্রহের দেবতা কে? তাঁর উপাসনা কি সত্যিই শনিদেবকে শান্ত করে USA-র T20 বিশ্বকাপ দলে ‘নিউজিল্যান্ডের’ কোরি অ্যান্ডারসন, জাগয়া হল না উন্মুক্তের ফুলকির মেকআপ রুমে ফের আইবুড়ো ভাত খেলেন কৌশাম্বি, নায়ক অভিষেককে করলেন প্রণাম! সময়-অর্থ খরচ করেন বিস্তর, KKR-এর মালিক হিসেবে তৃপ্তি পান কিসে, জানালেন শাহরুখ আরও বিপজ্জনক এআই, ঝড়ের মতো ফরাসি ভাষায় কথা বলছেন ক্যাটরিনা! ভয় ধরাচ্ছে ডিপফেক কোন ঘটনাকে স্মরণ করে প্রতিবছর পালন করা হয় আন্তর্জাতিক অগ্নি নির্বাপক দিবস

Latest IPL News

IPL 2024-মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের জয়ের নায়ক আইয়ার… কেন ধন্যবাদ দিলেন মহারাজকে সময়-অর্থ খরচ করেন বিস্তর, KKR-এর মালিক হিসেবে তৃপ্তি পান কিসে, জানালেন শাহরুখ বেঙ্কটেশের ভুলে রান-আউট হয়ে ক্ষেপে লাল রাসেল, একটু হলে ভেঙেই ফেলতেন ব্যাট- Video 2024 IPL অভিযান শেষ দীপক চাহার, মায়াঙ্ক যাদবের? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বউয়ের সামনে MI-কে কাঁদাল 'পুুরনো' স্টার্ক, নেটপাড়া বলল KKR-র ‘লাকি চার্ম হিলি’ MI-এর বিরুদ্ধে KKR-এর হয়ে এক ম্যাচে ৪ উইকেট,রাসেল-নারিনদের সঙ্গে একাসনে স্টার্ক IPL-এর একটি ম্যাচে দুই দলই অল আউট, বিরল নজির MI vs KKR ম্যাচে KKR কাছে হেরে হতাশা চেপে রাখতে পারলেন না হার্দিক, জানালেন কাদের দোষে হারল MI রিঙ্কু সিংয়ের ভারতীয় দলে সুযোগ না পাওয়ার কারণ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ওয়াংখেড়েতে ১২ বছরের শাপমুক্তি, স্টার্কের জাদুতে MI-কে হারিয়ে প্লে-অফের দিকে KKR

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ