বাংলা নিউজ > ঘরে বাইরে > 'আশরাফ ঘানি প্রতারক, মার্কিন সেনেটররা তাঁর পকেটে ছিল', বিস্ফোরক অভিযোগ ট্রাম্পের

'আশরাফ ঘানি প্রতারক, মার্কিন সেনেটররা তাঁর পকেটে ছিল', বিস্ফোরক অভিযোগ ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আশরাফ ঘানি (ফাইল ছবি : রয়টার্স) (REUTERS)

প্রাক্তন আফগান রাষ্ট্রপতি আশরাফ ঘানিকে প্রতারক বলে আক্রমণ শানালেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রাক্তন আফগান রাষ্ট্রপতি আশরাফ ঘানিকে প্রতারক বলে আক্রমণ শানালেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘানি আফগানিস্তান ছেড়ে যাওয়ায় ট্রাম্প দাবি করেন যে তিনি কোনও দিনিই প্রাক্তন আফগান রাষ্ট্রপতিকে ভরসা করতেন না। ট্রাম্প বলেন, 'আমি কখনওই পুরোপুরি ভাবে বিশ্বাস করতে পারিনি আশরাফ ঘানিকে। সবসময় মনে হত যে তিনি প্রতারক।'

ট্রাম্প আরও বলেন, 'আমেরিকা সফরকালে নিজের পুরো সময় আমাদের সেনেটরের সঙ্গে খেয়ে ও তাঁদের মন জিততেই কাটিয়েছিলেন। মার্কিন সেনেটর তাঁর পকেটে ছিল। বলা হচ্ছে অনেক টাকা নিয়ে পালিয়েছেন তিনি। বলা যায় না, সত্যিও হতে পারে।' প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বর্তমান প্রশাসনকে তোপ দেগে বলেন, 'আমার মনে হয় না যে এত বছরে আমাদের দেশ এত অপমানিত কোনওদিন হয়নি। এটা মানসিক ভাবে আমাদের জন্য বড় হার। এর আগে কখনও এরম হয়নি।'

উল্লেখ্য, রবিবার তালিবানের দখলে যায় আফগান রাজধানী কাবুল। রাষ্ট্রপতি ভবন দখলের আগেই দেশ ছেড়ে চলে যান প্রেসিডেন্ট আশরাফ গনি। সেখান থেকে পালিয়ে যাওয়ার পর প্রথমে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়ে দাবি করেন, রক্তপাত এড়ানোর জন্য দেশ ছেড়েছেন তিনি।

এরপর একদিন আগে এক ভিডিয়ো বার্তায় ঘানি দাবি করেন, দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে তাঁকে। তা না হলে তালিবানরা হয়ত তাঁকে পিটিয়ে মেরে ফেলত। তার আগে আমিরশাহির বিদেশ মন্ত্রক লিখিত বিবৃতিতে জানায়, সপরিবারে গনিকে সংযুক্ত আরব আমিরশাহিতে আশ্রয় দেওয়া হয়েছে।

বন্ধ করুন