ফিনল্যান্ডের রাষ্ট্রপতি এবং সরকার রবিবার ঘোষণা করেছে যে দেশটি ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করতে চায়। এই পরিস্থিতিতে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের মাঝেই ৩০ সদস্যের পশ্চিমা সামরিক জোটের সম্প্রসারণ হতে পারে। উল্লেখ্য, ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চাওয়াতেই মূলত রাশিয়া তাদের উপর হামলা চালিয়েছিল। এই আবহে রুশ সীমান্তবর্তী আরও একটি দেশ ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করবে বলে ঘোষণা করল। এতে পূর্ব ইউরোপের পরিস্থিতি আরও জটিল হবে বলে মনে করা হচ্ছে।
আজ হেলসিঙ্কির প্রেসিডেন্সিয়াল প্যালেসে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট সাউলি নিনিসটো এবং প্রধানমন্ত্রী সানা মারিন ঘোষণা করেন যে দেশটি ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করতে চায়। ফিনিশ পার্লামেন্ট আগামী দিনে এই সিদ্ধান্ত অনুমোদন করবে বলে আশা করা হচ্ছে। এই অনুমোদন দেওয়ার বিষয়টি নিছক আনুষ্ঠানিকতা হিসেবে বিবেচিত হবে।
এর আগে ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করায় তা কাল হয়েছিল তাদের জন্য। নিজের ‘ব্লক’ অক্ষত রাখতে পুতিন যুদ্ধ ঘোষণা করে ইউক্রেনের বিরুদ্ধে। গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া সেই যুদ্ধ আজও চলছে। এই যুদ্ধে কয়েক লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। প্রাণ হারিয়েছেন দুই পক্ষেরই কয়েক হাজার। এই রক্তক্ষয়ী যুদ্ধের মাঝেই আরও উত্তপ্ত পরিস্থিতি হওয়ার আশঙ্কা তৈরি হল পূর্ব ইউরোপে।