আগুন লাগল হাওড়াগামী দুরন্ত এক্সপ্রেসের একটি বগি। অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় কুপ্পম স্টেশনে আসার আগে সেই ঘটনা ঘটেছে। তবে বড়সড় কোনও বিপদ হয়নি। দ্রুত আগুন নিভিয়ে দেওয়া হয়। কোনও হতাহতের খবর মেলেনি।
সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আজ (রবিবার) দুপুরে ডাউন এসএমভিটি বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের (Sir Mokshagundam Visvesvaraya Terminal-Howrah Duronto Express) একটি বগিতে আগুন দেখা যায়। দক্ষিণ-পশ্চিম রেলের বেঙ্গালুরু ডিভিশনের অন্তর্গত চিত্তুর জেলায় কুপ্পম স্টেশনে আসার পথে সেই বিষয়টি নজরে আসে। তেলুগু সংবাদমাধ্যম এনাডু নেটের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি নজরে আসতেই ট্রেন থামিয়ে দেন চালক।
আরও পড়ুন: Odisha Train Accident: লাইনচ্যুত হয়ে স্টেশনের ওয়েটিং রুমে ঢুকে গেল ট্রেন! মৃত দুই শিশু-সহ ৩
এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় রেল জানিয়েছে যে ‘ব্রেক বাইন্ডিং’-র সমস্যা হয়। কোচের ব্রেক ব্লকের সমস্যার কারণে ধোঁয়া দেখা যায়। দ্রুত আগুন নিভিয়ে দেওয়া হয়। তবে সেই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি বলে এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে।
আরও পড়ুন: Tilting train in Vande Bharat- লাইনে বাঁক এলে বাইকের মতো হেলে যাবে ট্রেন! ভারতে আসছে নয়া প্রযুক্তি
ওই সংবাদসংস্থার টুইট করা একাধিক ছবিতে দেখা গিয়েছে, এসএমভিটি বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের এইচএলবি কোচের স্লিপার বগি ফাঁকা করে দেওয়া হয়েছে। বগি থেকে নেমে আসছেন যাত্রীরা। কয়েকজনকে ওই বগির চাকার অংশের দিকও পরীক্ষা করতে দেখা গিয়েছে।