বাংলা নিউজ > ঘরে বাইরে > মুম্বইয়ের ভিডিয়ো করতে গিয়ে যৌন হেনস্থার শিকার বিদেশি তরুণী, গ্রেফতার দুই

মুম্বইয়ের ভিডিয়ো করতে গিয়ে যৌন হেনস্থার শিকার বিদেশি তরুণী, গ্রেফতার দুই

 ভিডিয়ো থেকে নেওয়া সেই দৃশ্য।

ওই তরুণী ইউটিউবে লাইভ ভিডিয়ো করছিলেন। সেই সময় এক যুবক তাঁর সঙ্গে ভাব জমিয়ে তাঁর হাত ধরে টানে। এরপর তরুণী তার প্রতিবাদ না করে একা একাই হাঁটতে শুরু করে দেন। কিছুক্ষণের মধ্যে ওই যুবকের আরও এক বন্ধু তাঁর কাছে আসে এবং বাইকে লিফট দেওয়ার প্রস্তাব দেয়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ওই তরুণী।

মুম্বইয়ে এসে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন দক্ষিণ কোরিয়ার একজন জনপ্রিয় ইউটিউবার। মুম্বইয়ের রাস্তায় লাইভ ভিডিয়ো করার সময় দুই যুবক তাকে জোর করে বাইকে তোলার চেষ্টা চালাল। যুবকদের সেই আচরণ ভিডিয়ো করেন ওই তরুণী। এই ঘটনায় মুম্বইয়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের উঠেছে প্রশ্ন। এমন ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন নেটিজেনরা। ইতিমধ্যেই এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ওই তরুণী ইউটিউবে লাইভ ভিডিয়ো করছিলেন। সেই সময় এক যুবক তাঁর সঙ্গে ভাব জমিয়ে তাঁর হাত ধরে টানে। এরপর তরুণী তার প্রতিবাদ না করে একা একাই হাঁটতে শুরু করে দেন। কিছুক্ষণের মধ্যে ওই যুবকের আরও এক বন্ধু তাঁর কাছে আসে এবং বাইকে লিফট দেওয়ার প্রস্তাব দেয়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ওই তরুণী। পরে কোনওভাবে সেখান থেকে তিনি পালাতে সক্ষম হন। টুইটারে এখন ভিডিয়োটি শেয়ার করেন। কীভাবে একাকী তরুণীকে রাস্তায় হয়রানি হতে হচ্ছে সেই প্রশ্ন তুলে ধরেন তিনি। এই ঘটনায় যুবকদের শাস্তির দাবি জানান তিনি।

পরে ওই রাতেই তরুণী থানায় গিয়ে পুলিশকে ভিডিয়োটি জমা দেন। মিডিয়াতেও পোস্ট করেন। তা দেখার পর শারীরিক হেনস্থার অভিযোগ রুজু করে পুলিশ। তদন্তের পরে পুলিশ মবিন চাঁদ মহম্মদ শেখ এবং মহম্মদ নকিব আনসারি নামে দুই যুবককে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

বন্ধ করুন