নবি মুম্বইয়ে এক সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে শতাধিক মানুষ অসুস্থ হয়েছেন। এমনকী রোদের তাপে প্রাণ হারিয়েছেন ১১ জন। এই ঘটনায় এবার সরকাসরি একনাথ শিন্ডেকে তোপ দাগলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ছেলে আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের বিরোধী দলনেতা অজিত পাওয়ারকে সঙ্গে নিয়ে হাসপাতালে গিয়ে অসুস্থ রোগীদের দেখে আসেন উদ্ধব। সেখানেই তিনি অভিযোগ করেন, অনুষ্ঠানের পরিকল্পনা সঠিক ভাবে করা হয়নি। পাশাপাশি তিনি এও প্রশ্ন তোলেন, এই ঘটনার তদন্ত কে করবে?
প্রসঙ্গত, সমাজকর্মী দত্তাত্রেয়া নারায়ণ তথা আপ্পাসাহেব ধর্মাধিকারীকে ‘মহারাষ্ট্র ভূষণ’ পুরস্কার দেওয়ার জন্য নবি মুম্বইয়ের খারঘরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানের ৩০৬ একর এলাকার এক বিশাল মাঠে এই অনুষ্ঠান আয়োজিত করা হয়েছিল। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই অনুষ্ঠানে নারায়ণের লক্ষাধিক অনুগামী যোগ দেন। এদিকে প্রচণ্ড গরম এবং রোদের তেজ থেকে আগত দর্শকদের বাঁচাতে কোনও ছাউনির ব্যবস্থা ছিল না। এই আবহে প্রায় ১২৫ জন বুকে ব্যথা, অস্বস্তির অভিযোগ করেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, ১১ জনের মৃত্যু হয়। এদিকে মৃতদের পরিবারপিছু পাঁচ লাখ টাকার আর্থিক অনুদানের কথা ঘোষণা করেছেন একনাথ শিন্ডে। অসুস্থদের দেখতে হাসপাতালেও যান তিনি তবে বিরোধীরা এখন তাঁর বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন এই নিয়ে।
এদিকে গতকাল এমজিএম কামোঠে হাসপাতালে গিয়ে অসুস্থ রোগীদের সঙ্গে দেখা করার পর উদ্ধব ঠাকরে সাংবাদিকদের বলেন, 'যারা চিকিৎসাধীন আছেন, তাদের সঙ্গে দেখা করেছি আমরা। আমি চার থেকে পাঁচজন রোগীর সঙ্গে কথা বলেছি। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। অনুষ্ঠানটি সঠিকভাবে পরিকল্পনা করা হয়নি। কে এই ঘটনার তদন্ত করবে?' এদিকে বিরোধীদের তোপ সত্ত্বেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী শিন্ডে। দীর্ঘ টুইট বার্তায় শিন্ডে জানিয়েছেন, মৃতদরা শ্রী ধর্মাধিকারীর সংগঠনের সদস্য। ঘটনার খবর পেয়েই তিনি হাসপাতালের দিকে ছুটে যান বলে জানান একনাথ শিন্ডে। এদিকে অসুস্থ রোগীদের চিকিৎসার পুরো খরচ সরকার বহন করবে বলেও ঘোষণা করেন একনাথ শিন্ডে। অভিযোগ উঠেছে, অনুষ্ঠানস্থলে কোনও ছাউনি না থাকার জেরেই এই বিপত্তি ঘটে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অনুষ্ঠান চললেও শ্রী ধর্মাধিকারীর সংগঠনের অনেক সদস্যই অনেক আগে থেকেই এসে সেখানে বসে থিলেন। লক্ষাধিক মানুষের সমাগমের কারণে সেখানকার আপেক্ষিক আর্দ্রতাও বেড়ে গিয়েছিল বলে মত বিশেষজ্ঞদের।