বাংলা নিউজ > ঘরে বাইরে > Govt to become largest shareholder in Vi: টেলিকম খাতে উলটপূরাণ, Vi-এর সর্বাধিক শেয়ার অধিগ্রহণের ছাড়পত্র কেন্দ্রের!

Govt to become largest shareholder in Vi: টেলিকম খাতে উলটপূরাণ, Vi-এর সর্বাধিক শেয়ার অধিগ্রহণের ছাড়পত্র কেন্দ্রের!

ভোডাফোন-আইডিয়া সংস্থার সর্বাধিক শেয়ারের মালিক হতে চলেছে কেন্দ্রীয় সরকার। (Bloomberg)

ভোডাফোন-আইডিয়া সংস্থার সর্বাধিক শেয়ারের মালিক হতে চলেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে প্রায় ৩৩ শতাংশ শেয়ার থাকবে কেন্দ্রের হাতে। সংস্থার ২৮.৫ শতাংশ শেয়ার থাকবে ভোডাফোনের হাতে। ১৭.৮ শতাংশ শেয়ার থাকবে আদিত্য বিড়লা গোষ্ঠীর আইডিয়ার হাতে।

গত আট বছর ধরে মোদী জমানায় বেসরকারিকরণের হিড়িক দেখা দিয়েছে। এয়ার ইন্ডিয়া ইতিমধ্যেই বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। এলআইসি-র শেয়ার বাজারে ছাড়া হয়েছে। আরও একাধিক সংস্থার বিলগ্নীকরণের পথে হেঁটেছে কেন্দ্র। এমনকি আইডিবিআই-এর মতো ব্যাঙ্কে নিজেদের শেয়ার বিক্রির পরিকল্পনা করছে কেন্দ্র। এই সবের মাঝেই এবার উলটো পথে হাঁটল কেন্দ্র। ভোডাফোন-আইডিয়াকে বাঁচাতে এবার এগিয়ে এল কেন্দ্রীয় সরকার। (আরও পড়ুন: মমতার পরিবারের সম্পত্তির খতিয়ান BJP অফিসে ফেলে এসেছেন মুকুল রায়! চলছে খোঁজ)

ঋণের দায়ে জেরবার ভোডাফোন-আইডিয়াকে স্বস্তি দিতে পদক্ষেপ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ভোডাফোন-আইডিয়ার থেকে কেন্দ্রের বিপুল পরিমাণ অর্থ পায়। সেই বকেয়া অর্থ ইক্যুইটিতে পরিণত করার জন্য অনুমোদন দিল অর্থ মন্ত্রক। এর ফলে সংস্থার সর্বাধিক শেয়ারের মালিক হতে চলেছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: এবার রাজনীতি থেকে অবসরের ভাবনা মদন মিত্রর

প্রসঙ্গত, অ্যাডজাস্ট গ্রস রেভেনিউ বাবদ ভোডাফোন-আইডিয়ার থেকে ১৬ হাজার কোটি টাকা পায় কেন্দ্রীয় সরকার। এই আবহে সংস্থাকে বাঁচাতে প্রাপ্য ঋণের টাকাকে সংস্থার শেয়ারে পরিণত করার জন্য কেন্দ্রকে প্রস্তাব দেওয়া হয়েছিল। এই আবহে সরকারের টেলিকম দফতর সেই প্রস্তাব গ্রহণ করে। অর্থ মন্ত্রকের তরফে সেই বিষয়ে অনুমোদন দেওয়া হল। এর ফলে প্রায় ৩৩ শতাংশ শেয়ার থাকবে কেন্দ্রের হাতে। সংস্থার ২৮.৫ শতাংশ শেয়ার থাকবে ভোডাফোনের হাতে। ১৭.৮ শতাংশ শেয়ার থাকবে আদিত্য বিড়লা গোষ্ঠীর আইডিয়ার হাতে।

বন্ধ করুন