দোয়াব নদীর পাড়ে জলন্ধরে মিলল ‘আই লাভ পাকিস্তান’ বেলুন। সচরাচর পঞ্জাব-পাক সীমান্তে পাকিস্তানি সামগ্রী উদ্ধার হয়ে থাকে। ড্রোনের মাধ্যমে অস্ত্র বা মাদক পাচার হয়ে থাকে। এমনকি এই ধরনের ‘আই লাভ পাকিস্তান বেলুন’ও অনেকবার উদ্ধার করা হয়েছে পাক সীমান্তবর্তী পঞ্জাবি গ্রামগুলি থেকে। তবে সীমান্তের এত ভিতরে মধ্য পঞ্জাবে এই বেলুন উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আদমপুর বিধানসভা কেন্দ্রে কিছু লোক একটি মাঠে পাকিস্তানি বেলুন পড়ে থাকতে দেখে। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বেলুনের গায়ে উর্দুতে কিছু লেখা ছিল। তড়িঘড়ি সেই ক্ষেতের মালিকও ঘটনাস্থলে পৌঁছে যান। পুলিশকে খবর দেওয়া হয়। আদমপুরের এসএইচও হরজিন্দর সিং বলেছেন যে প্রাথমিক তদন্তে এই ঘটনাকে ‘দুষ্টুমি’ বলে মনে করা হচ্ছে। কারণ পাকিস্তান সীমান্ত থেকে বেলুন উড়িয়ে জলন্ধরে পৌঁছানো সম্ভব বলে মনে হচ্ছে না। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে, বেলুনের থেকে হাওয়া প্রায় বেরিয়ে গিয়েছে এবং তাতে লেখা ছিল আই লাভ পাকিস্তান। এর বাইরে উর্দুতেও কিছু লেখা ছিল। বলা হচ্ছে, উর্দুতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা হয়েছে। লোকজন জানান, সকালে মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় বেলুনগুলো পড়ে থাকতে দেখে তারা। লোকজন গিয়ে দেখে তাদের গায়ে আই লাভ পাকিস্তান লেখা ছিল, পরে সেখানে ভিড় জমে যায়। এ প্রসঙ্গে এসপি মনপ্রীত সিং বলেন, বর্তমানে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে কিছু বলা যাবে না। উল্লেখ্য, কয়েকদিন আগে নাকোদরে পাকিস্তান থেকে উড়ে আসা এরমই একটি বেলুন উদ্ধার করা হয়েছিল।