ভাই-বোনের মধ্যে বন্ধন চিরন্তন। ভারতীয় সমাজে এই বন্ধনের কোনও তুলনা হয়। আর রাখি বন্ধন উৎসব যেন সেই বন্ধনকেই আরও দৃঢ় করে। দাদা অথবা ভাইয়ের হাতে রাখি বাঁধেন বোন বা দিদি। তবে ছত্তিশগড়ের এক বোন তাঁর দাদার হাতে শুধু রাখি বেঁধে দিয়েছেন এমনটাই নয়। তিনি অসুস্থ ভাইকে কিডনি দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই কিডনিতে সুস্থ হয়ে যাক ভাই, সবার প্রার্থনা এটাই।
এনডিটিভির রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ভাইয়ের নাম ওম প্রকাশ। গত বছর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। পরীক্ষা করে দেখা যায় তাঁর কিডনির সমস্যা রয়েছে। তাঁর একটি কিডনি ৮০ শতাংশ ও অপর কিডনিটি ৯০ শতাংশ খারাপ হয়ে গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, একমাত্র কিডনি প্রতিস্থাপন করেই বাঁচানো সম্ভব। কিন্তু একজন কিডনি দাতা প্রয়োজন। তবে কে ওই ব্যক্তিকে কিডনি দান করবেন?
এবার এগিয়ে এলেন ওমপ্রকাশের দিদি শীলবাই। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, ভাইকে তিনি কিডনি দান করবেন। রাখি পরানোর পাশাপাশি তিনি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি হাসপাতালে পরীক্ষাও করিয়েছেন। সেখানে দেখা গিয়েছে তাঁর সব ফ্যাক্টর মিলে যাচ্ছে। সেকারণে তিনি আর এনিয়ে দেরি করতে চান না। তিনি চাইছেন যাতে তাঁর কিডনি ভাইকে দান করা যায়।
আসলে ভারতীয় সমাজে এই বন্ধন যেন চিরন্তন। তিনি ভাইকে রাখি পরিয়ে তাঁর সুস্বাস্থ্য কামনা করেছেন। পাশাপাশি তিনি ভাইকে কিডনি দান করার ব্যাপারে একেবারে দৃঢ়প্রতিজ্ঞ। আগামী ৩ সেপ্টেম্বর গুজরাটে তিনি ভাইকে নিজের একটি কিডনি দান করবেন।
এই খবর চোখে জল এনেছে অনেকের। এই খবর আবেগে ভাসিয়ে দিয়েছে অনেককে। তবে সকলেই চাইছেন ভাই-দিদি দুজনেই সুখে থাকুন। সকলেরই প্রার্থনা এটাই।