ডেল্টার প্রকোপে নাজেহাল হয়েছিল দেশ। এবার আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন। করোনার নয়া রূপ ক্রমেই ছড়িয়ে পড়ছে দেশে। একটা-দুটো করে বাড়ছে আক্রান্তের শঙ্কা। আপাতত ওমিক্রন অতটা মারাত্মক আকার ধারণ না করলেও আগে থেকেই ‘থার্ড ওয়েভে’র প্রস্তুতি সেরে রাখা ভালো। এই আবহে এবার ওমিক্রনকে দ্রুত শনাক্ত করতে কিট তৈরি করল আইসিএমআর। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর এমন একটি টেস্টিং কিট ডিজাইন করেছে যা কয়েক ঘণ্টার মধ্যেই করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টটিকে সনাক্ত করতে সক্ষম হবে।
বিজ্ঞানী ডঃ বিশ্বজ্যোতি বোরকাকোটির নেতৃত্বে উত্তর-পূর্ব অঞ্চলের আঞ্চলিক চিকিৎসা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের একটি দল টেস্টিং এই কিট তৈরি করেছে, যা নমুনা থেকে দুই ঘণ্টার মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টকে সনাক্ত করতে পারে। এই বিষয়ে সংবাদ সংস্থা এএনআইকে ডঃ বিশ্বজ্যোতি বোরকাকোটি বলেন, ‘ICMR-RMRC, ডিব্রুগড় নতুন ওমিক্রন ভেরিয়েন্ট (B.1.1.529) SARS-CoV-2 (কোভিড-১৯) সনাক্ত করার জন্য একটি হাইড্রোলাইসিস প্রোব-ভিত্তিক রিয়েল-টাইম RT-PCR অ্যাস ডিজাইন এবং তৈরি করেছে যা নতুন ভ্যারিয়েন্টটিকে মাত্র ২ ঘণ্টার মধ্য সনাক্ত করতে পারবে।’
তিনি আরও বলেন, ‘এটি গুরুত্বপূর্ণ কারণ এখনও পর্যন্ত লক্ষ্যযুক্ত সিকোয়েন্সিংয়ের জন্য ন্যূনতম ৩৬ ঘণ্টা এবং ভ্যরিয়েন্টটিকে সনাক্ত করতে পুরো জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য ৪ থেকে ৫ দিন প্রয়োজন হত।’ তিনি যোগ করেন, ‘কিটটি স্পাইক প্রোটিনের অত্যন্ত নির্দিষ্ট দুটি ভিন্ন অঞ্চলে SARS-CoV-2 এর ওমিক্রন ভেরিয়েন্টের নির্দিষ্ট সিন্থেটিক জিনের টুকরোগুলির ক্ষেত্রে পরীক্ষা করা হয়েছে। অভ্যন্তরীণ পরীক্ষা প্রমাণ করেছে যে পরীক্ষাগুলি ১০০ শতাংশ নির্ভুল।’ জানা গিয়েছে, কলকাতার একটি কোম্পানি, জিসিসি বায়োটেক, এই কিটটি তৈরি করছে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে।