রাজ্যসভায় মনোনীত হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ পিটি উষা ও সংগীত পরিচালক ইলিয়ারাজা। তাঁদের নাম ঘোষণা করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু'জনকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এছাড়াও বীরেন্দ্র হেগাড়ে এবং কেভি বিজেয়েন্দ্র প্রসাদকে মনোনীত করা হয়েছে।
বুধবার টুইটারে 'পায়োলি এক্সপ্রেস' পিটি উষার সঙ্গে ছবি পোস্ট করে মোদী লেখেন, 'প্রত্যেক ভারতীয়ের কাছে অসামান্য পিটি উষাজি অনুপ্রেরণার মানুষ। খেলাধুলোয় তাঁর কৃতিত্ব সকলেই জানেন। সেইসঙ্গে গত কয়েক বছর ধরে যেভাবে ভবিষ্যতের অ্যাথলিটদের তৈরি করছেন উনি, তা অত্যন্ত প্রশংসনীয়। রাজ্যসভায় মনোনীত হওয়ার জন্য তাঁকে অভিনন্দন।'
একইসুরে ইলিয়ারাজার ভূয়সী প্রশংসা করেছেন মোদী। মাসকয়েক আগেই মোদীর স্তূতি করেছিলেন বিখ্যাত সংগীত পরিচালক। বুধবার ইলিয়ারাজার প্রশংসা করে প্রধানমন্ত্রী লেখেন, ‘সৃজনশীল প্রতিভাধর মানুষ ইলিয়ারাজা প্রজন্মের পর প্রজন্মের মানুষকে মুগ্ধ করে তুলেছেন। তাঁর কাজের মাধ্যমে অসংখ্য অনুভূতি ফুটে ওঠে। সেইসঙ্গে তাঁর জীবনের কাহিনীও অত্যন্ত অনুপ্রেরণামূলক। উনি জীবনে প্রচুর সাফল্য অর্জন করেছেন। উনি রাজ্য়সভায় মনোনীত হওয়ায় অত্যন্ত খুশি হয়েছি।’
কেরালার পিটি উষা এবং তামিলনাডু়র ইলিয়ারাজার সঙ্গে আরও যে দু'জনকে রাজ্যসভায় মনোনীত করা হয়েছে, তাঁরাও দক্ষিণ ভারতের মানুষ। একজন হলেন বিখ্যাত পরিচালক ও চিত্রনাট্যকার কেভি বিজেয়েন্দ্র প্রসাদ (পরিচালক এস এস রাজমৌলির বাবা)। অপরজন হলেন ধর্মশালা মন্দিরের ধর্মাধিকারী বীরেন্দ্র হেগাড়ে।