ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৪ লাখের কাছাকাছি চলে গেল। তারইমধ্যে রেকর্ড গড়ল দৈনিক সুস্থ রোগীর সংখ্যা। তার জেরে ভারতে সুস্থতার হার প্রায় ৬৪ শতাংশ ছুঁতে চলল।
আরও পড়ুন : ডিজনি প্লাস হটস্টারকে সবচেয়ে বড় ওপেনিং দিল সুশান্তের শেষ ছবি দিল বেচারা
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৩৮৫,৫২২। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪৮,৬৬১ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। গত শুক্রবার দৈনিক রেকর্ডের (৪৯,৩১০) পর পরপর দু'দিন সংক্রমিতের সংখ্যা কমেছে। যদিও তা যৎসামান্য।
আরও পড়ুন : ছয় কিমি যেতে ৯,২০০ টাকা! না দেওয়ায় অক্সিজেন খুলে করোনা আক্রান্ত শিশুদের নামাল অ্যাম্বুলেন্স
দৈনিক আক্রান্তের গ্রাফ নিম্নমুখী হওয়ার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাও কমেছে। শনিবার সকাল আটটা থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত দেশে ৭০৭ জনের করোনায় মৃত্যু হয়েছে। তার ফলে মৃতের সংখ্যা ৩২,০০০-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। সবমিলিয়ে দেশে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩২,০৬৩।
আরও পড়ুন : কোভিড ঠিক সাধারণ সর্দি-কাশির মতো, করোনাজয় করে ফিরে জানালে শতায়ু হাল্লাম্মা
তারইমধ্যে রবিবার সকালে আরও স্বস্তি বাড়িয়েছে সুস্থ রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৩৬,১৪৫ জন করোনা রোগী সেরে উঠেছেন। যা একদিনে সর্বোচ্চ। তার ফলে দেশে মোট ৮৮৫,৫৭৬ জন করোনার বিরুদ্ধে জয়ী হয়েছেন। অর্থাৎ ভারতে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৩.৯১ শতাংশ। অন্যদিকে, সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৬৭,৮৮২।