বাংলা নিউজ > ঘরে বাইরে > Professor ‘denied’ entry in India: ‘RSS-র নিন্দা করেছি, দিল্লির কথায় ভারতে ঢুকতে দেয়নি,’ দাবি অধ্যাপকের, কে নীতাশা?

Professor ‘denied’ entry in India: ‘RSS-র নিন্দা করেছি, দিল্লির কথায় ভারতে ঢুকতে দেয়নি,’ দাবি অধ্যাপকের, কে নীতাশা?

অধ্যাপক নীতাশা কৌল। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Nitasha Kaul ও এক্স @NitashaKaul)

ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক নীতাশা কৌল দাবি করলেন যে তাঁকে ভারতে ঢুকে দেওয়া হয়নি। বেঙ্গালুরু থেকেই তাঁকে লন্ডনে ফেরতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন। তাঁর দাবি, তাঁর 'গণতান্ত্রিক এবং সাংবিধানিক মূল্যবোধ'-র কারণেই সেটা করা হয়েছে।

ভারতে ঢুকতে দেওয়া হয়নি। 'দিল্লি থেকে আসা নির্দেশের' কারণে তাঁকে বেঙ্গালুরু বিমানবন্দর থেকেই লন্ডনে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনই অভিযোগ তুললেন ভারতীয় বংশোদ্ভূত নীতাশা কৌল। যিনি লন্ডনের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। রবিবার তিনি দাবি করেন, দু'দিনের 'সংবিধান ও জাতীয় ঐক্য সম্মেলন'-এ ভাষণ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল কংগ্রেস-শাসিত কর্ণাটক সরকার। কিন্তু তাঁর 'গণতান্ত্রিক এবং সাংবিধানিক মূল্যবোধ'-র কারণে ভারতে ঢুকতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন নীতাশা। যদিও বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

ওই অধ্যাপক অবশ্য দাবি করেন, 'দিল্লি থেকে আসা নির্দেশের কারণেই' ভারতে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিবাসন দফতরের তরফে তাঁকে জানানো হয়েছে। তিনি বলেন, 'অভিবাসন দফতরের তরফে আমায় কোনও কারণ দর্শানো হয়নি। শুধুমাত্র বলা হয় যে আমরা কিছু করতে পারব না। দিল্লি থেকে নির্দেশ এসেছে। আমার যাতায়াতের পুরো আয়োজন করেছিল কর্ণাটক। আমার সঙ্গে সরকারি চিঠিও ছিল। আমায় যে ঢুকতে দেওয়া হবে না, সেটা নিয়ে দিল্লির তরফে আগে থেকে কিছু জানানো হয়নি।'

নীতাশা দাবি করেন, তিনি মোটেও ভারত-বিরোধী নন। তিনি স্রেফ স্বৈরাচারী-বিরোধী। তিনি বলেন, 'সরকারিভাবে না হলেও আমি যে অনেক বছর ধরে ডানপন্থী হিন্দু রাষ্ট্রবাদী আধাসামরিক বাহিনী আরএসএসের সমালোচনা করে আসছি, সেটার উল্লেখ করেন আধিকারিকরা। তারপর থেকে আমি অনেকবার ভারতে এসেছি। আমায় আমন্ত্রণ জানিয়েছে রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রীয় সরকার ঢুকতে দেয়নি।'

নীতাশা কৌলের ইতিবৃত্ত

১) একাধিক রিপোর্ট অনুযায়ী, লন্ডনের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক হলেন নীতাশা। সেইসঙ্গে সমালোচনামূলক আন্তঃবিভাগীয় শিক্ষাও (ক্রিটিকাল ইন্টার-ডিসিপ্লিনারি স্টাডিজ) পড়ান তিনি।

২) রিপোর্ট অনুযায়ী, দিল্লির দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্স থেকে অর্থনীতিতে স্নাতকের পড়াশোনা করেছিলেন নীতাশা। ব্রিটেনের বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতেই স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন। 'জনগণের নীতি' বিষয়ের উপর স্পেশালাইজেশন করেছিলেন নীতাশা। তাছাড়া অর্থনীতি ও দর্শন নিয়ে পিএইচডি করেছিলেন।

আরও পড়ুন: Sachin meets para cricketer: 'তুমিই রিয়েল হিরো', দু'হাত না থাকা কাশ্মীরের সেই ক্রিকেটারের সঙ্গে দেখা সচিনের

৩) একাধিক রিপোর্ট অনুযায়ী, ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ব্রিস্টল বিজনেস স্কুলে অর্থনীতির সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ২০১০ সালে ভুটানের রয়্যাল থিম্পু কলেজে যোগ দিয়েছিলেন।

৪) অধ্যাপনার পাশাপাশি অন্যান্য বিষয়ের সঙ্গেও যুক্ত আছেন নীতাশা। উপন্যাস এবং কবিতা লেখেন। গল্পও লেখেন ভারতীয় বংশোদ্ভূত নীতাশা। তাঁর প্রথম বইয়ের নাম ছিল 'ইমাজিনিং ইকোনমিক্স আদারওয়াইজ: এনকাউন্টার উইথ আইডেনটিডিটি/ডিফারেন্স।'

৫) একাধিক রিপোর্ট অনুযায়ী, 'উইমেন অ্যান্ড কাশ্মীর' (মহিলা এবং কাশ্মীর) ২০১৮ সালে 'ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি'-র বিশেষ সংস্করণের সহ-সম্পাদক ছিলেন। এছাড়াও কাশ্মীর সংক্রান্ত আরও একটি বইয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

আরও পড়ুন: Yana Mir on Kashmir: ‘মালালা নই, ভারতে আমি স্বাধীন, নিরাপদ’, কাশ্মীরি ভূমিকন্যার গর্জন ব্রিটিশ সংসদ ভবনে, কে এই ইয়ানা মীর

ঘরে বাইরে খবর

Latest News

আইপিএলে ব্যর্থ, হ্যঙ্গোভার কাটিয়ে T20 বিশ্বকাপে ফুল ফোটাবেন তো আর্শদীপ, সিরাজরা? 'ওয়াদা' করে ভুলে যান 'ধোঁকেবাজ' মোদী! প্রচারের ফাঁকে প্যারোডি গাইলেন জুন সস্তা হতে পারে বিমানের টিকিট, উড়ানের ভাড়া নিয়ে বড় নির্দেশ DGCA-র ‘‌এটা উত্তরপ্রদেশ হলে উলটো করে টাঙিয়ে দিতাম’‌, রামনবমীর হিংসা নিয়ে যোগীর হুঙ্কার ‘কৃতজ্ঞ ও সম্মানিত’, নতুন সংসদ ভবন পরিদর্শন করে আপ্লুত বাদশা, আর কী বললেন তিনি অজান্তেই এতদিন ঠকছিলেন? ঋণ প্রদানকারী সংস্থাগুলিকে কড়া বার্তা RBI-র কেবল সুস্বাদুই নয়, নিয়মিত অ্যাভোকাডো খেলে দূরে থাকবে বহু রোগ! কী কী সেগুলি অভিষেকের সভা শেষে চায়ের আড্ডা, সেখানেই হামলা, আক্রান্ত MLA, রক্তাক্ত দেহরক্ষী মধ্যপ্রদেশে ফের ধাক্কা, রাহুলের নাকের ডগায় বিজেপিতে যোগ দিলেন ৬ বারের বিধায়ক T20 বিশ্বকাপ থেকে বাদ গিল, GT লিখল 'অভিনন্দন ক্যাপ্টেন', জোর খিল্লি নেট পাড়ায়

Latest IPL News

T20 বিশ্বকাপ থেকে বাদ গিল, GT লিখল 'অভিনন্দন ক্যাপ্টেন', জোর খিল্লি নেট পাড়ায় T20 WC-এর জন্য ইংল্যান্ড দল ঘোষণা হতেই চাপে KKR ও RR! মাথায় হাত শ্রেয়স-সঞ্জুদের RCB-র নেটে ‘নতুন বুমরাহ’! চিনে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তরুণ বোলারকে ‘অত নাচতে হবে না’… হঠাৎ কেন চিয়ার লিডারদের উদ্দেশ্যে এমন বললেন নাইট ক্রিকেটার? T20 World Cup-এবারের বিশ্বকাপের স্কোয়াডে একজনকে দেখতে চাই…কার কথা বললেন কিং খান? IPL 2024-পন্তের দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি দেখে বুক ধড়াস করে উঠেছিল,বললেন শাহরুখ ইডেনে ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী, পরিণত হলেন KKR-এর সব থেকে সফল ভারতীয় বোলারে IPL 2024- অভিষেকের উইকেট নিয়ে অঙ্গভঙ্গি, কেকেআর তারকার সমালোচনায় গাভাসকর- ভিডিয়ো এই ব্যর্থতা ব্যাটিং ইউনিটের, কেকেআরের কাছে হেরে বোলারদের আড়াল করলেন ঋষভ পন্ত ইডেনে সৌরভকে চমকে দিয়ে চুমু শাহরুখের, দুই কিংবদন্তির খুনসুটিতে গৌণ হল হার-জিত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.