বাংলা নিউজ > ক্রিকেট > Sachin meets para cricketer: 'তুমিই রিয়েল হিরো', দু'হাত না থাকা কাশ্মীরের সেই ক্রিকেটারের সঙ্গে দেখা সচিনের

Sachin meets para cricketer: 'তুমিই রিয়েল হিরো', দু'হাত না থাকা কাশ্মীরের সেই ক্রিকেটারের সঙ্গে দেখা সচিনের

আমিরের সঙ্গে সচিন। (ছবি সৌজন্যে, এক্স @sachin_rt)

জম্মু ও কাশ্মীরের প্যারা ক্রিকেটার আমির হুসেন লোনের সঙ্গে দেখা করলেন সচিন তেন্ডুলকর। আর তাঁর সঙ্গে সাক্ষাতের পরে সচিন বললেন, 'আমির হল রিয়েল হিরো। আমাদের আরও অনুপ্রেরণা জুগিয়ে যাও। তোমার সঙ্গে দেখা করতে পারাটা অত্যন্ত আনন্দের বিষয়।'

সকলেই সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করতে চান। কিন্ত স্বয়ং 'ক্রিকেটের ভগবান' নিজে যখন কারও সঙ্গে দেখা করবেন বলে উদগ্রীব হয়ে থাকেন, তিনি যে স্পেশাল হবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর সেই 'স্পেশাল' আমির হুসেন লোনের সঙ্গে দেখা করলেন সচিন। যে জম্মু ও কাশ্মীরের ছেলে আমিরের দু'হাতই নেই। পা দিয়ে বল করেন। কাঁধ এবং ঘাড় দিয়ে ব্যাটিং করেন। তাঁর সেই ইচ্ছাশক্তি এবং মানসিক দৃঢ়তা দেখে অভিভূত হয়ে গিয়েছেন সচিন। তাঁকে নিজের স্বাক্ষর করা ব্যাট দেন। সঙ্গে বলেন, ‘তুমিই রিয়েল হিরো। তুমি যা করেছ, সেটা কেউ পারবে না।’

জম্মু ও কাশ্মীরে ছুটি কাটানোর মধ্যেই আমিরের সঙ্গে দেখা করেন সচিন। সম্ভবত তাঁর বাড়িতেই আসেন আমির। সচিনকে দেখতে পেয়েই মাথানত করে প্রণাম করেন। তাঁকে বুকে জড়িয়ে নিয়ে বসতে বলেন সচিন। তারপর খোঁজখবর নিতে শুরু করেন। সচিনও যেমন আমিরকে দেখে অভিভূত হয়ে যান, তেমনই জম্মু ও কাশ্মীরের ছেলে যে ‘ক্রিকেটের ভগবান’-কে দেখে ভাষা খুঁজে পাচ্ছেন না, সেটা তাঁর চোখেমুখেই ফুটে উঠছিল। যেন বিশ্বাস করতে পারছিলেন না যে স্বয়ং সচিনের সামনে বসে আছেন তিনি।

সেই আবেগের বিস্ফোরণের মধ্যেই নিজেকে কিছুটা সামলে আমির বলতে থাকেন, 'আজ এত আনন্দ হচ্ছে স্যার, এত আনন্দ হচ্ছে স্যার। যখনই জানতে পারলাম যে আপনি আসছেন, তখনই......।' সঙ্গে তিনি বলেন, 'জীবনে কখনও হার মেনে নিইনি। যা যা স্বপ্ন আছে, তা পূরণ করার লক্ষ্য নিয়েই এগিয়ে গিয়েছি। ধীরে-ধীরে শিখতে থাকি। কলেজে পৌঁছাই। জম্মু ও কাশ্মীরের প্যারা ক্রিকেট দলে সুযোগ পাই। ২০১৩ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলি। আজ আমি যেখানে এসেছি, সেটা আপনার কারণেই হয়েছে। সবথেকে বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন আপনিই (একগাল হাসি নিয়ে)।'

সেটা শুনে সচিন বলেন, ‘তুমিই রিয়েল হিরো। তুমি যা করেছ, সেটা কেউ পারবে না। আট বছরের একটা ছেলে এত বড় ধাক্কা থেকে ঘুরে দাঁড়িয়ে, মানসিক ধাক্কা কাটিয়ে, জীবনে এতদূর এগিয়ে অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠার বিষয়টা বিশাল বড় ব্যাপার। তুমি হয়ত জান না যে তুমি কী করেছ।’ তা শুনে চোখের কোণটা সম্ভবত চিকচিক করে ওঠে আমিরের। তারইমধ্যে আমিরকে নিজের স্বাক্ষর করা ব্যাট এনে দেন সচিন। তাতে লেখা ছিল, ‘তুমি রিয়েল হিরো। এরকমভাবেই অনুপ্রেরণা জোগাতে থাক।’

আর আমিরের সেই লড়াইয়ে যে তিনি কতটা মুগ্ধ হয়েছেন, তা গত মাসেই জানিয়েছিলেন সচিন। ৩৪ বছরের আমিরের একটি ভিডিয়ো রিটুইট করে সচিন বলেছিলেন, ‘অসম্ভবকে সম্ভব করে তুলেছে আমির। এই ভিডিয়োটা দেখে আমি অভিভূত হয়ে গিয়েছি। খেলাটার প্রতি ওর যে কতটা ভালোবাসা এবং অধ্যবসায় আছে, তো এটা থেকেই বোঝা যাচ্ছে। আশা করছি যে একদিন ওর সঙ্গে দেখা করতে পারব আমি এবং ওর থেকে একটি জার্সি নিতে পারব। লাখ-লাখ মানুষকে অনুপ্রেরণা জোগানোর জন্য ধন্যবাদ।’ আর সেই টুইটের দেড় মাসের মধ্যে আমিরের সঙ্গে দেখা করলেন সচিন।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরের ক্রিকেটারের দুই হাত নেই, পা দিয়ে বল করেন, ব্যাটও করেন অনায়াসে, সচিনও মুগ্ধ তাঁর প্রতিভায়- ভিডিয়ো

আমির হুসেন লোনের ইতিবৃত্ত

১) জম্মু ও কাশ্মীরের বিজবেহারার বাসিন্দা হলেন ৩৪ বছরের আমির। সচিনের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে ছিলেন তিনি।

২) আমিরের বয়স যখন আট ছিল, তখন দুর্ঘটনায় দুটি হাতই হারিয়ে ফেলেন।

৩) তাঁর ক্রিকেটীয় প্রতিভা প্রথম চোখে পড়েছিল এক শিক্ষকের। তিনিই আমিরকে প্যারা-ক্রিকেটে নিয়ে আসেন। আপাতত জম্মু ও কাশ্মীর প্যারা দলের অধিনায়ক হলেন তিনি।

৪) সংবাদসংস্থা এএনআইকে একটি সাক্ষাৎকারে আমির বলেন, ‘২০১৩ সাল এবং ২০১৮ সালে জাতীয় পর্যায়ে খেলেছি। বাংলাদেশের বিরুদ্ধে একটি ম্যাচ আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। তারপর আমি নেপাল, শারজা এবং দুবাইয়ে খেলেছি। আমায় পা দিয়ে বোলিং করতে দেখে এবং ঘাড় ও কাঁধ দিয়ে ব্যাটিং করতে সবাই হতবাক হয়ে যান।’

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরের প্যারা ক্রিকেটারের লড়াইয়ে মুগ্ধ গৌতম আদানি, দিলেন সাহায্যের আশ্বাস

ক্রিকেট খবর

Latest News

দলের দক্ষতায় নয়, মোদীর নামেই নির্বাচনে জয়ী হন বহু বিজেপি নেতা, বিস্ফোরক জয়া! অপটিকাল ইলিউশনই বলে দেবে কর্মক্ষেত্রে কে কত বুদ্ধিমান! খুঁজতে হবে ভুয়ো ভাল্লুক ৬ মাসেই পেট্রোল চালিত গাড়ির দামে মিলবে ইলেকট্রিক যান! বড় ঘোষণা গড়করির ২০২৫এ ফর্মের ধারে কাছে নেই শাহিন! পাক ক্রিকেটেরও দুর্দশা অব্যাহত, হেরেই চলেছে ৩৫০০ ক্রিমিনালের মাঝে শাহরুখ-পুত্র!জেলে আরিয়ানকে মাফিয়াদের হাত থেকে বাঁচান আজাজ বিরাটের আপত্তিকে পাত্তা দিচ্ছে না BCCI! বহাল থাকছে পরিবার থেকে দূরে থাকার SOP শম্ভু, খনৌরি সীমান্ত থেকে অবরোধ তুলল পঞ্জাব পুলিশ, আটক বহু কৃষক নেতা Bangla entertainment news live March 20, 2025 : Jaya on Modi: 'অভিনেতাদের জনপ্রিয়তার সমকক্ষ কেউ হতে পারবে না, এক মোদী ছাড়া', প্রধানমন্ত্রীর আকণ্ঠ তারিফ জয়ার! ঝুলিতে রয়েছে ২৬টা ফ্লপ, তাও নাকি ‘লেজেন্ড’! কে এই বলিউডের 'সবথেকে অসফল' পরিচালক রুই, কাতলার একঘেয়ে পদ খেয়ে ক্লান্ত? মাছের ‘কাসনপোড়া’ ঝোল বানান এই সিক্রেট মশলায়

IPL 2025 News in Bangla

বিরাটের আপত্তিকে পাত্তা দিচ্ছে না BCCI! বহাল থাকছে পরিবার থেকে দূরে থাকার SOP ভিডিয়ো: MI শিবিরে ‘হিটম্যানের’ এন্ট্রি! বলিউড তারকাদেরও হার মানালেন রোহিত দায়বদ্ধতার মূর্ত প্রতীক! ইলেকট্রিক হুইলচেয়ারে রাজস্থানের অনুশীলনে কোচ দ্রাবিড় ভিডিয়ো: ৬৪ বলে অপরাজিত ১৪৪ রান! IPL 2025 শুরুর আগেই গর্জে উঠল রিয়ান পরাগের ব্যাট RR Possible First XI: টপ অর্ডারে ৫ ভারতীয়! ঘরের ছেলেদের উপরই বাজি ধরবে রাজস্থান RR SWOT Analysis: IPL 2025-এ সঞ্জুদের মাথা ব্যথার কারণ কী? রাজস্থানের শক্তি কী? KKR Unplugged ইভেন্টে গান ব্র্যাভোর গলায়! কোচকে কি শেখাতে চান মেন্টর? PBKS Possible XI: শ্রেয়স নামবেন তিনে, সম্ভাব্য একাদশ থেকে পর্দা তুললেন শশাঙ্ক PBKS SWOT Analysis: বদলাবে কি পঞ্জাবের ব্যর্থতার ছবি? দলের শক্তি ও দুর্বলতা কী? LSG Possible First XI: ওপেন করবেন কারা? কোন একাদশ নিয়ে নামতে পারেন পন্ত?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.