একাধিক ট্রেনের সময়সূচি পালটাচ্ছে পূর্ব উপকূলীয় বা ইস্ট-কোস্ট রেল। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ছ'টি দূরপাল্লার ট্রেনের সূচি কিছুটা পালটে যাচ্ছে। সম্পূর্ণভাবে নয়া সূচিতে অবশ্য সেই দূরপাল্লার ট্রেনগুলি ছুটবে না। শুধুমাত্র কয়েকটি স্টেশনে ট্রেন ঢোকা এবং বেরিয়ে যাওয়ার সূচির হেরফের করা হয়েছে। দেখে নিন পুরো তালিকা -
১) ১৮০৪৫ আপ শালিমার-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস: এখন বৈতরণী রোড স্টেশনে বিকেল ৫ টা ৪০ মিনিটে ঢোকে। দু'মিনিট পরে ছেড়ে দেয়। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সেই সময়টা পালটে যাবে। বিকেল ৫ টা ২৫ মিনিটে বৈতরণী স্টেশনে ঢুকবে। বিকেল ৫ টা ২৭ মিনিটে বেরিয়ে যাবে।
২) ২০৪৭১ বিকানের-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস: আপাতত তালচের রোডে ভোর ৫ টা ৩৮ মিনিটে ঢোকে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ভোর ৫ টা ২০ মিনিটে ঢুকে যাবে। স্টপেজ অবশ্য দু'মিনিটেরই থাকছে।
৩) ২২৯০৯ ভালসাদ-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস: এখন তালচের রোড স্টেশনে ভোর ৫ টা ৩৮ মিনিটে ঢুকে যায়। ১৭ ফেব্রুয়ারি থেকে কিছুটা আগেই তালচের রোড স্টেশনে ঢুকবে। ভোর ৫ টা ২০ মিনিটে ঢুকে যাবে সেখানে। স্টপেজ অবশ্য দু'মিনিটেরই থাকছে।
৪) ২২৮৩৯ রৌরকেল্লা-ভুবনেশ্বর ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস: ১৫ ফেব্রুয়ারি থেকে সময়সূচির কিছুটা হেরফের হচ্ছে। সকাল ১০ টা ১৮ মিনিটের পরিবর্তে সকাল ১০ টা ৩ মিনিটে ঢুকবে। সেইসঙ্গে কম সময় দাঁড়াবে। আপাতত দু'মিনিট দাঁড়াচ্ছে। আগামী মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) থেকে স্টপেজ হবে এক মিনিটের।
৫) ১৮০৪৫ বলারঙ্গির-ভুবনেশ্বর ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস: ১৫ ফেব্রুয়ারি থেকে তালচের রোড স্টেশনে ঢোকা এবং ছাড়ার সময় এগিয়ে আসছে। সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৭ টা ৩২ মিনিটে আসবে। স্টপেজ দু'মিনিটের থাকছে।
৬) ১৮১৮৯ টাটা-এর্নাকুলাম এক্সপ্রেস: ১৫ ফেব্রুয়ারি থেকে চারটি স্টেশনে ঢোকার এবং ছাড়ার সূচি পালটে যাচ্ছে। পার্বতীপুরমে সন্ধ্যা ৬ টা ৪ মিনিটের পরিবর্তে বিকেল ৫ টা ৩৪ মিনিটে ঢুকবে। ববিলিতে সন্ধ্যা ৬ টা ২৯ মিনিটের পরিবর্তে বিকেল ৫ টা ৫৯ মিনিটের ঢুকবে টাটা-এর্নাকুলাম এক্সপ্রেস। বিজিয়নগরমে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে ঢুকবে। দুব্বাদাতেও ঢোকার সময় কিছুটা এগিয়ে এসেছে। রাত ৮ টা ৫০ মিনিটের পরিবর্তে রাত ৮ টা ৪৩ মিনিটে ঢুকবে। সব স্টেশনেই স্টপেজ দু'মিনিটের থাকছে।