বাংলা নিউজ > ঘরে বাইরে > ISIS Chief killed in Syria: ISIS প্রধান আবু হুসেন আল-কুরেশির মৃত্যু হয়েছে সিরিয়ায়, দাবি তুরস্কের রাষ্ট্রপতির

ISIS Chief killed in Syria: ISIS প্রধান আবু হুসেন আল-কুরেশির মৃত্যু হয়েছে সিরিয়ায়, দাবি তুরস্কের রাষ্ট্রপতির

ISIS প্রধান আবু হুসেন আল-কুরেশির মৃত্যু হয়েছে সিরিয়ায়, দাবি তুরস্কের রাষ্ট্রপতি

প্রসঙ্গত, ২০১৪ সালে আবু বাকর আল-বাগদাদির নেতৃত্বে ইরাক এবং সিরিয়ার একটি বিশাল অঞ্চলের দখল নেয় ইসলামিক স্টেট। একটি ইসলামিক খালিফা ঘোষণা করে বাগদাদি। তবে পরবর্তীতে তারা জমি হারায়। তবে এখনও হাজার হাজার জঙ্গি এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত।

হয়ত সেই ইসলামিক স্টেটের প্রধান। এহেন জঙ্গি নেতা আবু হুসেন আল-কুরেশিকে খতম করা হয়েছে সিরিয়ায়। এমনই দাবি করলেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোগান। তুরস্কের এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় এই কথা দাবি করেন এরদোগান। সাক্ষাৎকারে এরদোগান বলেন, 'এই জঙ্গি নেতার মৃত্যু হয় তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার এক অভিযানে।' তুর্কি প্রেসিডেন্ট জানান, সিরিয়ায় আবু হুসেন আল-কুরেশিকে খুঁজে বের করার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিল তাঁর দেশের গোয়েন্দারা।

এদিকে তুরস্কের গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গিয়েছে, উত্তর সিরিয়ার জনদারিস নামক এক শহরে লুকিয়ে ছিল আবু হুসেন আল-কুরেশি। সেই শহর অবশ্য তুরস্কর মদত প্রাপ্ত বিদ্রোহীদের দখলে। সেই বিদ্রোহীদের থেকেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় তুরস্কের গোয়েন্দা সংস্থা। এই জনদারিস শহরটি ৬ ফেব্রুয়ারির ভয়াবহ সেই ভূমিকম্পে খুব বাজে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এদিকে তুরস্কের এই দাবির প্রেক্ষিতে মুখ খোলেনি সিরিয়ান ন্যাশনাল আর্মি। এই অঞ্চলে সিরিয়ান বাহিনীর বেশ উপস্থিতি আছে। এদিকে তুরস্কের মদত প্রাপ্ত বিদ্রোহী গোষ্ঠীর প্রতিপক্ষ হল সিরিয়ান সেনা।

তবে এরই মধ্যে সেই শহরের স্থানীয়রা সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, শনিবার রাতে সংঘর্ষ শুরু হয় জনদারিসের এক প্রান্তে। প্রায় ১ ঘণ্টা ধরে চলে সেই সংঘর্ষ। বিকট সব বিস্ফোরণ হয় সেই সংঘর্ষ চলাকালীন। পরে শসস্ত্র অনেক নিরাপত্তারক্ষী এলাকাটিকে ঘিরে ফেলে যাতে কেউ সেখানে যেতে না পারে। মনে করা হচ্ছে, এই অভিযানেই মৃত্যু হয়েছিল কুরেশির। উল্লেখ্য, গত বছর নভেম্বরে কুরেশি আইএসআইএস প্রধান হয়েছিল। তার পূর্বসূরি দক্ষিণ সিরিয়ার এক সামরিক অভিযানে নিহত হয়েছিল।

প্রসঙ্গত, ২০১৪ সালে আবু বাকর আল-বাগদাদির নেতৃত্বে ইরাক এবং সিরিয়ার একটি বিশাল অঞ্চলের দখল নেয় ইসলামিক স্টেট। একটি ইসলামিক খালিফা ঘোষণা করে বাগদাদি। তবে পরবর্তীতে তারা জমি হারায়। তবে এখনও হাজার হাজার জঙ্গি এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত। মার্কিন মদত প্রাপ্ত কুর্দিশ বাহিনী আইএস-কে খতম করতে অভিযান চালায় এই এলাকায়। এদিকে সিরিয়ান বাহিনীকে আইএস-এর বিরুদ্ধে সাহায্য করে ইরান ও রাশিয়া। তবে সিরিয়ান বাহিনী কুর্দিশদের প্রতিপক্ষ। এদিকে তুরস্কও কুর্দিশদের প্রতিপক্ষ। এই আবহে অনেক সময়ই তুরস্কের মদত প্রাপ্ত বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চলে গিয়ে লুকিয়ে থাকে আইএস জঙ্গি নেতারা।

 

পরবর্তী খবর

Latest News

রেলের খাবারের সঙ্গে পাঁচতারা হোটেলের তুলনা, লোক হাসালেন ইনফ্লুয়েন্সার প্যারালিম্পিক্স সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা বহন করবেন ইতিহাস গড়া দুই প্লেয়ার পুজোয় ভিড় এড়াতে চলে যান দার্জিলিংয়ের এই অফবিট পাহাড়িগ্রামে জল্পনার অবসান! কেকেআর হাত বাড়িয়েও পাচ্ছে না কিংবদন্তিকে বিয়ের পর প্রথম গণেশ চতুর্থী রাধিকার! কেমন সাজলেন আম্বানিদের ছোট বউ পর্দায় 'বঙ্গবন্ধুর' চরিত্রে অভিনয়, এবার তাই ১০ কাঠা জমি হারালেন বাংলাদেশের শুভ প্রথম ও শেষ মেট্রোর সময় পালটে যাচ্ছে হাওড়া ময়দান-এসপ্ল্যানেডে, রইল টাইমটেবিল পাখিরালয়ের নদীবাঁধে নামল ব্যাপক ধস, আতঙ্কে গ্রামবাসীরা, মেরামতির কাজ সম্পন্ন গণেশ চতুর্থীতে চন্দ্রদর্শন নিষিদ্ধ, কিন্ত এখানে আজকের দিনেই হয় চাঁদের পুজো ‘অর্জুন এখনও কয়লা,ওকে হীরে বানাতে পারল না’! যোগরাজ কি এবার ছোট করলেন সচিনকেও…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.