বাংলা নিউজ > ঘরে বাইরে > জুনের প্রথমেই বাংলায় জেপি নাড্ডা, বঙ্গ BJP-কে নিয়ে ক্লাস, ৬ মন্ত্রীকে দায়িত্ব

জুনের প্রথমেই বাংলায় জেপি নাড্ডা, বঙ্গ BJP-কে নিয়ে ক্লাস, ৬ মন্ত্রীকে দায়িত্ব

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। (ANI Photo) (Yogendra Kumar)

পাখির চোখ ২০২৪। তার আগে সংগঠনের পরিস্থিতি নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে নানা উদ্বেগ। কেন্দ্রীয় নেতৃত্ব এবার কিছুটা আগে থেকে মনোযোগ দেওয়া শুরু করলেন বাংলার বিজেপির শক্তিকে পুনরুদ্ধারের জন্য।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নানা ডামাডোল অবস্থার মধ্যে পড়েছে বঙ্গ বিজেপি। জেলায় জেলায় দলের অন্দরে ধস। সাংসদ অর্জুন সিংও চলে গেলেন তৃণমূলে। সেই পরিস্থিতিতে এবার বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সংবাদ সংস্থা সূত্রে খবর, জুনের প্রথম সপ্তাহে বাংলায় আসবেন জেপি নাড্ডা। দল সূত্রে খবর, ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে রণকৌশল ঠিক করতে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবেন জেপি নাড্ডা। দলীয় নেতৃত্বের ক্লাসও নেবেন তিনি।

এদিকে চলতি মাসেই বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার আসবেন জেপি নাড্ডা। গত লোকসভা নির্বাচনে বিজেপি ১৮টি লোকসভা আসন জিতেছিল। তবে এবার নড়বড়ে সংগঠন নিয়ে কীভাবে ময়দানে নামবে বিজেপি তা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠছে। রাজ্য বিজেপির সহ সভাপতি সৌমিত্র খাঁ জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় এলে রাজ্য বিজেপি আরও চাঙা হয়ে যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের পরে কর্মীরা উজ্জীবিত হয়েছেন। মানুষ চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে। জেপি নাড্ডার সফরের জেরে দলীয় কর্মীরা আরও উৎসাহ পাবেন।

কী কী থাকছে এবারের কর্মসূচিতে? এবার দলীয় নেতা কর্মীদের সঙ্গে একাধিক বৈঠক করবেন তিনি। সৌমিত্র খাঁ জানিয়েছেন, একাধিক গুরুত্বপূর্ণ মিটিং করবেন তিনি। তিনি ৭ ও ৮ জুন বাংলায় আসতে পারেন। 

তবে শুধু জেপি নাড্ডা নন, অন্তত ৬জন কেন্দ্রীয় মন্ত্রীকে বাংলায় সংগঠন মজবুত করার দায়িত্ব দেওয়া হচ্ছে। তাঁরাও একে একে বাংলায় আসবেন। তাঁদের মধ্যে স্মৃতি ইরানি, এসপি সিং বাঘেল অন্যতম। 

বন্ধ করুন