বাংলা নিউজ > ঘরে বাইরে > Meteor Shower: আতশবাজির মতো উল্কাবৃষ্টি দেখতে ১৩-১৪ ডিসেম্বর নজর রাখুন রাতের আকাশে

Meteor Shower: আতশবাজির মতো উল্কাবৃষ্টি দেখতে ১৩-১৪ ডিসেম্বর নজর রাখুন রাতের আকাশে

ইংল্যান্ডের বারডন মিলের কাছে হ্যাড্রিয়ানের প্রাচীরের উপরে পার্সিড উল্কা বৃষ্টির আগে আগে সাইকামোর গ্যাপের উপরে নক্ষত্রের একটি সাধারণ দৃশ্য (AP Photo/Scott Heppell) (AP)

ঝাঁকে ঝাঁকে এই উল্কাখণ্ডগুলি পৃথিবীর বুকে ঝড়ে পড়বে। ঘণ্টায় ১০০ থেকে ১৫০ টা। জোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন ডিসেম্বর জুড়েই এই উল্কাবৃষ্টি হবে। তবে ১৩-১৪ ডিসেম্বর সবচেয়ে বেশি পরিমাণে এই উল্কাবৃষ্টি দেখতে পাওয়া যাবে।

আকাশের বুক থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে তারা। মহাকাশের অনন্য দৃশ্য দেখতে পাবেন এই ডিসেম্বরে। সাধারণভাবে একে তারাখসা বলে হলেও, মহাকাশ বিজ্ঞানের ভাষায় একে বলা হয় মেটিওর সাওয়ার বা উল্কা বৃষ্টি। 

ঝাঁকে ঝাঁকে এই উল্কাখণ্ডগুলি পৃথিবীর বুকে ঝড়ে পড়বে। ঘণ্টায় ১০০ থেকে ১৫০ টা। জোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন ডিসেম্বর জুড়েই এই উল্কাবৃষ্টি হবে। তবে ১৩-১৪ ডিসেম্বর সবচেয়ে বেশি পরিমাণে এই উল্কাবৃষ্টি দেখতে পাওয়া যাবে। 

নৈনিতালের আর্যভট্ট অবজারভেশনাল সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট (এআরআইইএস)-এর বিজ্ঞানী ডক্টর বীরেন্দ্র যাদবের মতে, এই জ্যোতির্বিদ্যায় এই ঘটনার নাম 'জেমিনিড উল্কাপাত'। 

তিনি বলেন, এই প্রক্রিয়াটি নভেম্বর থেকে শুরু হয়েছে, যা ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। তিনি আরও জানান, এই ঘটনাকে ‘তারাখসা’ বলা হলে এর সঙ্গে তারার কোনও সম্পর্ক নেই। 

১০০ কিলোমিটার উচ্চতায় জ্যোর্তিবিজ্ঞানের আশ্চর্য ঘটনা

কোনও ধুমকেতু ধ্বংসাবশেষ পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে, তার দিকে ছুটে আসতে থাকতে থাকে। কিন্তু ১০০ কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলে প্রবেশ করার আগে সেগুলি জ্বলতে শুরু করে। এই জ্বলন্ত উল্কা ধংসাবশেষকে তারাখসা বলা হয়।

পৃথিবী-বহির্ভূত যে কোনও বস্তু যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বস্তুটির চাপ, তাপমাত্রা, উপাদান, ভর প্রভৃতি পরিবর্তিত হয়। বায়ুমণ্ডলীয় উপাদানের সঙ্গে বস্তুর সংঘর্ষ ঘটে ও রাসায়নিক বিক্রিয়া হয়। 

একই ভাবে উল্কাখণ্ড বায়ুমণ্ডলে প্রবেশ কার ফলে অভ্যন্তরীণ তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে তার বাইরের অংশ পুড়ে যায়। এই সময় তীব্র তাপের কারণে উজ্জ্বল আলোকছটার সৃষ্টি হয়, আর একে ‘তারা খসা’ বলে। কিছু উল্কা একই উৎস হতে উৎপন্ন হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে যায়। তারা যখন একসঙ্গে জ্বলন্ত অবস্থায় পৃথিবীর বুকে ছুটে আসে, তাকে বলে উল্কাবৃষ্টি বলে।

 দেখে মনে হয় আকাশে আতসবাজির উৎসব চলছে। এবার ডিসেম্বরে ১৩-১৪ তারিখে সেই মহাকর্ষীয় আসতবাজির উৎসব দেখার জন্য চোখ রাখুন আকাশে দিকে।

কেন ডিসেম্বর মাসে?

সারাবছরই আকাশে উল্কাপাত হয়ে থাকে। তবে শীতকালে যেহেতু রাতের আকাশ পরিষ্কার থাকে তাই সহজে এদের দেখা যায়। 

কিসের ভিত্তিতে এদের নামকরণ 

মহাকাশ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গ্রহাণু বলায় ছাড়াও উল্কা সৌরজগতের অন্যন্তর থেকে উৎপত্তি লাভ করে। বিজ্ঞনী ড. যাদবের মতে, যেখান থেকে এদের উৎপত্তি তার ভিত্তিতেই এদের নামকরণ করা হয়ে থাকে। পৃথিবীপৃষ্ঠের উপর পাওয়া উল্কার ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে দেখা গিয়েছে, বেশ কিছু  উল্কার উৎপত্তি চাঁদ বা মঙ্গলগ্রহ থেকে।

পরবর্তী খবর

Latest News

বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো? IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা? ক্যাবিনেট বৈঠকে পুলিশ কমিশনারকে সরানো নিয়ে সিদ্ধান্ত নিন, মমতাকে নির্দেশ বোসের অবশেষে স্লট পেল আনন্দী! অন্বেষা-ঋত্বিকের 'ঘরওয়াপসি'র জেরে বন্ধ হচ্ছে কোন মেগা? ‘মা তারাই ধ্বংস করুক অসুরদের’, RG করের তরুণী চিকিৎসকের বিচার চেয়ে তারাপীঠে যজ্ঞ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.