বাংলা নিউজ > ঘরে বাইরে > Kerala High Court on Muslim Divorce: মুসলিম আইন অনুযায়ী বিবাহবিচ্ছেদের জন্য স্বামীর সম্মতির প্রয়োজন নেই স্ত্রীর: কেরল HC

Kerala High Court on Muslim Divorce: মুসলিম আইন অনুযায়ী বিবাহবিচ্ছেদের জন্য স্বামীর সম্মতির প্রয়োজন নেই স্ত্রীর: কেরল HC

মুসলিম আইন অনুযায়ী বিবাহবিচ্ছেদের জন্য স্বামীর সম্মতির প্রয়োজন নেই স্ত্রীর, জানাল কেরল হাই কোর্ট

উচ্চ আদালত বলে, মুসলিম পার্সোনাল ল'র মর্ম উদ্ধারের জন্য আদালত এমন কোনও ধর্ম প্রচারকের ওপর নির্ভর করতে পারে না যার আইন সম্পর্কে জ্ঞান নেই।

ইসলাম ধর্মের আইন অনুযায়ী একজন মহিলা বিবাহ বিচ্ছেদের দাবি জানাতেই পারেন। এই আবহে বিবাহ বিচ্ছেদের দাবি করার জন্য স্বামীর অনুমতির কোনও প্রয়োজন নেই। মঙ্গলবার একটি মামলার শুনানি চলাকালীন এমনই পর্যবেক্ষণ করল কেরল হাই কোর্ট। পাশাপাশি আদালত এও বলে, মুসলিম সম্প্রদায়ের জন্য প্রযোজ্য ব্যক্তিগত আইনের মর্ম উদ্ধারের জন্য আদালত এমন কোনও ধর্ম প্রচারকের ওপর নির্ভর করতে পারে না যার আইন সম্পর্কে জ্ঞান নেই।’

উল্লেখ্য, একটি মামলার ক্ষেত্রে আদালত রায় দিয়েছিল যে বিচ্ছেদের দাবি জানানোর অধিকার রয়েছে মুসলিম মহিলার। এক মুসলিম মহিলার আবেদনের প্রেক্ষিতে ‘মুসলিম বিবাহ আইনর বিলুপ্তি, ১৯৩৯’-এর অধীনে আদালত বিবাহ বিচ্ছেদের পক্ষে রায় দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে কেরল হাই কোর্টে মামলা হয়েছিল। আবেদনকারীর দাবি ছিল, যদি কোনও মুমসিল মহিলা বিবাহ বিচ্ছেদ করতে চান তাহলে তাঁকে তাঁর স্বামীর থেকে তালাক ‘চাইতে’ হবে। সেই মামলা ৫৯ পাতার রায়তে বিচারপতি মহম্মদ মুস্তাক এবং বিচারপতি এস ডিয়াসের ডিভিশন বেঞ্চ বলে, ‘এই চিন্তাধারা (বিবাহ বিচ্ছেদের আবেদন জানানোর জন্য মুসলিম মহিলাদের স্বামীর অনুমতি চাই) সাধারণত এই মানসিকতা থেকে উৎপন্ন হয়েছে যে মহিলারা পুরুষের ইচ্ছার অধীনস্থ।’

এই আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের বেঞ্চ বলে, ‘মনে হচ্ছে এই আবেদনটি মুসলিম সম্প্রদায়ের আধিপত্যবাদী পুরুষতান্ত্রিক ধর্ম প্রচারকের দ্বারা করা হয়েছে। বিচ্ছেদের আবেদন জানানোর ক্ষেত্রে মসুলিম মহিলাদের অধিকার হজম করতে অক্ষম তারা।’ আদালত বলে, ‘মুমসিল মহিলাদের বিবাহ বিচ্ছেদের আবেদন জানানোর ক্ষমতা দেয় পবিত্র কোরান। এটা কোনও ভাবেই স্বামীর ইচ্ছে বা অনুমতির ওপর নির্ভর করে না।’

প্রসঙ্গত, উল্লেখিত মামলায় মুসলিম মহিলাটি ‘খুলা’র মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছিলেন। মহিলার সেই ‘খুলা’কে স্বীকৃতি দিয়েছিল আদালত। ‘খুলা’ হল মুসলিম সমাজের এমন একটি প্রথা যেখানে স্বামী বা স্ত্রী নিজের ইচ্ছেতে বিবাহ বন্ধন থেকে মুক্ত হতে পারেন। আবেদনকারীর দাবি ছিল, বিশ্বে কোথাও মুসলিম মহিলারা নিজেদের ইচ্ছেতে ‘খুলা’র মাধ্যমে বিবাহ বন্ধন থেকে মুক্ত হতে পারেন না। যদিও আদালত জানায়, কোরানের দ্বিতীয় অধ্যায়ের ২২৯ নং আয়াত (শ্লোক) অনুযায়ী একজন মুসলিম মহিলা ‘খুলা’র মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারেন।

বন্ধ করুন