করোনা পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ব্যবহার হওয়া রেমডেসিভির ইনজেকশন বহনকারী একটি সরকারি বিমান জরুরি অবতরণ করল মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমান বন্দরে। জানা গিয়েছে বৃহস্পতিহার রাত ১০টা ১০ মিনিটে ঘটনাটি ঘটে। বিমানটি ইন্দোর থেকে টেক অফ করেছিল।
গোয়ালিয়রের জেলা শাসক কৌশেলন্দ্র বিক্রম সিং এই ঘটা প্রসঙ্গে জানান, বিমানটির পাইলট ক্যাপ্টেন মাজিদ আখতার, সহ-পাইলট শিব জয়সওয়াল এবং দিলীপ কুমার সেই বিমানে ছিলেন। এরা অল্প আহত হয়েছেন এই দুর্ঘটনার জেরে। তাঁদের সকলকে বায়ুসেনার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোয়ালিয়রের জেলা শাসক কৌশেলন্দ্র বিক্রম সিং বলেন, 'রেমডেসিভির ইনজেকশন নিয়ে বিমানটি ইন্দোর থেকে টেক অফ করে। তবে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তবে এখনও পর্যন্ত ক্র্যাশ ল্যান্ডিংয়ের মূল কারণ জানা যায়নি। তবে বিমানে থাকা রেমডেসিভির ইনজেকশন গুলি নিরাপদে রয়েছে। ঘটনাস্থলে বায়ুসেনার আধিকারিকরা পৌঁছে পাইলক এবং বাকিদের সেখান থেকে উদ্ধার করে।'
এদিকে ঘটনার প্রেক্ষিতে গোয়ালিরের পুলিশ সুপার বলেন, 'প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে যে বিমানের অ্যারেস্টর গিয়ারে গোলমাল দেখা যায়। এই গিয়ার অবতরণের সময় রানওয়েতে বিমানকে আস্তে করতে সাহায্য করে। তবে এই দুর্ঘটনার মূল কারণ পাইলট জানাবেন। তবে ঘটনার আকস্মিকতায় পাইলট শকে রয়েছেন।' উল্লেখ্য, ক্র্যাশ ল্যান্ড করা বিমানটি মধ্যপ্রদেশ সরকার ২০২০ সালে ৬৫ কোটি টাকার বিনিময়ে কিনেছিল।