বাংলা নিউজ > ঘরে বাইরে > Maha Crisis: একনাথ মামলায় সব পক্ষকে নোটিশ জারি সুপ্রিম কোর্টের
বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে (ANI)

Maha Crisis: একনাথ মামলায় সব পক্ষকে নোটিশ জারি সুপ্রিম কোর্টের

Maha Crisis Live: আজকে সুপ্রিম কোর্টে শিন্ডে গোষ্ঠীর করা মামলার শুনানি হয়। তাতে বড় স্বস্তি পেলেন বিদ্রোহী বিধায়করা। এরই মাঝে ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য শিন্ডে তাঁর সমর্থক বিধায়কদের একটি বৈঠক ডেকেছেন গুয়াহাটির হোটেলে।

Maha Crisis Live: আজকে সুপ্রিম কোর্টে শিন্ডে গোষ্ঠীর করা মামলার শুনানি হয়। তাতে বড় স্বস্তি পেলেন বিদ্রোহী বিধায়করা। এরই মাঝে ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য শিন্ডে তাঁর সমর্থক বিধায়কদের একটি বৈঠক ডেকেছেন গুয়াহাটির হোটেলে। এদিকে বিদ্রোহী শিন্ডে দুবার ফোনে কথা বলেছেন এমএনএস প্রধান রাজ ঠাকরের সঙ্গে। এই আবহে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরও জলঘোলা হচ্ছে।  

27 Jun 2022, 03:05:31 PM IST

আগামী শুনানি ১১ জুলাই

একনাথ শিন্ডের গোষ্ঠীর তরফে সুপ্রিম কোর্টে আবেদনের প্রেক্ষিতে সব পক্ষকে নোটিশ জারি করা হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ, পাঁচদিনের মধ্যে সব পক্ষকে হলফনামা দাখিল করতে হবে। মামলার আগামী শুনানি ১১ জুলাই হবে। ১১ জুলাই পর্যন্ত বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়।  

27 Jun 2022, 02:54:19 PM IST

ডেপুটি স্পিকারকে হলফনামা পেশ করার নির্দেশ

সুপ্রিম কোর্টের তরফে ডেপুটি স্পিকারকে হলফনামা পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের। পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফে প্রশ্ন করা হয়, রেজিস্টার্ড ইমেল আইডি থেকে বিধায়কদের নোটিশ পাঠানো হয়েছিল কিনা।

27 Jun 2022, 02:26:35 PM IST

'ডেপুটি স্পিকারের পদক্ষেপে হস্তক্ষেপ করে না আদালত'

শিবসেনার পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে দাবি করেন, ‘করা ঠিক নয় আদালতের।’ 

27 Jun 2022, 02:17:55 PM IST

'ডেপুটি স্পিকারের কোনও পদক্ষেপের অধিকার নেই' 

একনাথ শিন্ডের তরফের আইনজীবী এদিন দাবি করেন, ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ হয়েছিল। এই আবহে সেই প্রস্তাবের প্রেক্ষিতে ভোটাভুটি না হওয়া পর্যন্ত তিনি কোনও বিধায়ককে সাসপেন্ড করতে পারেন না। উল্লেখ্য, শিন্ডে গোষ্ঠীর ১৬ বিধায়ককে নোটিশ জারি করেন বিধানসভার ডেপুটি স্পিকার। 

27 Jun 2022, 02:14:45 PM IST

সুপ্রিম কোর্টে শুরু শুনানি

সুপ্রিম কোর্টে শুরু হল একনাথ শিন্ডেদের আবেদনের প্রেক্ষিতে শুনানি। সুপ্রিম কোর্টের তরফে একনাথ শিন্ডেদের প্রশ্ন করা হয়, তাঁরা হাই কোর্টে কেন গেলেন না। এর জবাবে শিন্ডে পক্ষের আইনজীবী নিরাপত্তার প্রসঙ্গ তুলে ধরেন।  

27 Jun 2022, 01:30:42 PM IST

মারাঠা মন্ত্রিসভায় রদবদল

একনাথ শিন্ডে সহ মোট ৯ শিবসেনা মন্ত্রী বিদ্রোহী হয়েছেন। এই আবহে বিদ্রোহীদের মন্ত্রী পদ থেকে সরালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

27 Jun 2022, 01:00:25 PM IST

বড় সিদ্ধান্ত বিজেপির

২-৩ জুলাই হায়দরাবাদে অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির জাতীয় কার্যনির্বাহী বৈঠক। তবে বর্তমান পরিস্থিতিতে মহারাষ্ট্র বিজেপি নেতাদের এই বৈঠক এড়িয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের নেতা দেবেন্দ্র ফড়নবীস এবং চন্দ্রকান্ত পাতিল জাতীয় কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন। 

27 Jun 2022, 12:54:57 PM IST

সঞ্জয় রাউতকে তলব ইডির

সঞ্জয় রাউতকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। জমি দুর্নীতি মামলায় তলব শিবসেনা নেতাকে। এর আগেও এই মামলায় রাউতের কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। আগামিকাল সকাল ১১টার সময় সঞ্জয় রাউতকে তলব করা হয়েছে। পাশাপাশি সঞ্জয় রাউতের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। যদিও আগামিকালের এই তলব এড়িয়ে যেতে পারেন সঞ্জয় রাউত।

27 Jun 2022, 12:53:52 PM IST

সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল একনাথের

সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে একনাথ শিন্ডের তরফে লেখা হয়েছে, ‘মহা বিকাশ অঘাড়ি (এমভিএ) জোট বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে কারণ শিবসেনা পরিষদীয় দলের ৩৮ জন সদস্য তাঁদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে এই সরকার থেকে। এর ফলে এই সরকার সংখ্যালঘু হয়ে গিয়েছে।’

27 Jun 2022, 12:05:13 PM IST

‘ব্যথা অনুভব করতেন না উদ্ধব?’

বিদ্রোহী শিবসেনা বিধায়ক সুভাষ সাবনে তোপ দাগলেন নিজের দলকে। তাঁর বক্তব্য, যে ছগন ভুজবল বালাসাহেব ঠাকরেকে গ্রেপ্তার করেছিলেন, তাঁর সঙ্গে মন্ত্রিসভায় বসতে কোনও ব্যথা অনুভব করতেন না উদ্ধব?

27 Jun 2022, 12:00:48 PM IST

শিন্ডেদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা

সোমবার বোম্বে হাইকোর্টে একনাথ শিন্ডে এবং অন্যান্য বিদ্রোহী শিবসেনা বিধায়কদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলাকারীর অভিযোগ, বিদ্রোহী বিধায়করা তাঁদের দায়িত্ব অবহেলা করছে। তাদের ফের অফিসে যাওয়ার নির্দেশনা যাতে দেওয়া হয়, এই দাবিতেই দায়ের করা হয়েছে এই জনস্বার্থ মামলা। 

27 Jun 2022, 11:09:41 AM IST

‘কারোর অনুভূতিতে আঘাত করতে চাই না’

সেনা নেতা সঞ্জয় রাউত সোমবার বললেন যে তিনি কারও অনুভূতিতে আঘাত করতে চান না। এর একদিন আগেই তিনি গুয়াহাটিতে বিদ্রোহী দলের বিধায়কদের ‘জীবন্ত মৃতদেহ’ বলে অভিহিত করেছিলেন। তাছাড়া সঞ্জয় রাউত শিন্ডে গোষ্ঠীর সম্ভাব্য নয়া দলের নামকরণ নিয়েও ‘বাপ’ তুলে কথা বলেছিলেন গতকাল।এই আবহে সঞ্জয় রাউত আজ বলেন, ‘যারা ৪০ বছর একটি পার্টিতে থাকে এবং তারপর পালিয়ে যায়, তাদের আত্মা মারা গিয়েছে। তাদের মধ্যে কিছুই অবশিষ্ট নেই। এই লাইনগুলি ডাঃ রাম মনোহর লোহিয়া বলেছেন। আমি বলিনি। কারো অনুভূতিতে আঘাত করতে চাই না, আমি শুধু সত্য বলেছি।’ 

27 Jun 2022, 11:09:41 AM IST

দুপুরে বৈঠক বসবে শিন্ডে গোষ্ঠীর

আজকে সুপ্রিম কোর্টে শিন্ডো গোষ্ঠীর করা মামলার শুনানি হওয়ার কথা। এরই মাঝে ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য দুপুর দুটোর সময় শিন্ডে তাঁর সমর্থক বিধায়কদের একটি বৈঠক ডেকেছেন গুয়াহাটির হোটেলে।

27 Jun 2022, 11:09:41 AM IST

রাজ ঠাকরের সঙ্গে ফোনালাপ শিন্ডের

বিদ্রোহী সেনা বিধায়ক একনাথ শিন্ডে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরের সাথে দুবার কথা বলেছেন। সংবাদ সংস্থা এএনআই সোমবার এক এমএনএস নেতার বরাত দিয়ে এই কখা জানিয়েছে। শিন্ডে ঠাকরের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

27 Jun 2022, 11:09:41 AM IST

‘৪০ বছরে এমন অস্থিরতা দেখিনি’

এনসিপি নেতা খাডসে বলেন, ‘এটা (বিদ্রোহ) সেনার অভ্যন্তরীণ বিষয়। তবে নিশ্চিত ভাবে শিন্দেকে সমর্থন করছে কোনও প্রভাবশালী শক্তি। শক্তিশালী সমর্থন ছাড়া তিনি এমন সাহসী পদক্ষেপ নিতেন না। আমি আমার ৪০ বছরের রাজনৈতিক জীবনে রাজ্যে এমন অস্থিরতা দেখিনি।’

27 Jun 2022, 11:09:42 AM IST

সুপ্রিম কোর্টে গড়াল শিন্ডে বনাম ঠাকরের লড়াই

মহা সংকটে মহারাষ্ট্রের শাসকদল শিবসেনা। এই আবহে একনাথ শিবিরের তরফে দুজন প্রতিনিধি সুপ্রিম কোর্টে গিয়েছেন। আজই সেই মামলার শুনানি হবে। সূত্রের খবর মূলত তিনটি পয়েন্ট এই আবেদনে তুলে ধরা হয়েছে - প্রথমত বিধানসভার দলনেতা হিসাবে অজয় চৌধুরীকে মনোনীত করার বিষয়টিকে চ্য়ালেঞ্জ জানিয়েছে একনাথ শিন্ডের শিবির। দ্বিতীয়ত একনাথ শিবিরের পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয়েছে তাদেরকে বরখাস্ত করার পদক্ষেপ যেন ডেপুটি স্পিকার না নেন। পাশাপাশি একনাথ শিবিরে থাকা বিধায়কদের বরখাস্ত করার ব্যাপারে যে নোটিশ জারি করা হয়েছে সেটিকেও চ্যালেঞ্জ জানিয়ে আদালতে আবেদন জানানো হয়েছে।

ঘরে বাইরে খবর

Latest News

হেরেও দুইয়ে কলকাতা, KKR vs PBKS ম্যাচের পরে IPL 2024-এর পয়েন্ট তালিকা ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা 4-6-4-4-6-W-অনুকূলকে ছাতু করলেন বেয়ারস্টো,শেষ বলে রানআউট প্রভসিমরন,স্বস্তি KKR-এ

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.