বাংলা নিউজ > ঘরে বাইরে > Man killed for Calling dog a 'Dog': অভাবনীয়! কুকুরকে 'কুকুর' ডাকায় বৃদ্ধ আত্মীয়কে খুন করল পোষ্যর মালিক

Man killed for Calling dog a 'Dog': অভাবনীয়! কুকুরকে 'কুকুর' ডাকায় বৃদ্ধ আত্মীয়কে খুন করল পোষ্যর মালিক

কুকুরকে 'কুকুর' ডাকায় বৃদ্ধ আত্মীয়কেই খুন করল পোষ্যর মালিক

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর দিন্দিগুল জেলার থাডিকোম্বু থানা এলাকার উলাগামপট্টিয়ারকোট্টমে। মৃতের নাম রায়াপ্পান। বয়স ৬২ বছর।

পোষ্য কুকুরকে 'কুকুর' বলে সম্বোধন করায় পোষ্যর মালিকের হাতে প্রাণ হারাতে হল এক বৃদ্ধকে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর দিন্দিগুল জেলার থাডিকোম্বু থানা এলাকার উলাগামপট্টিয়ারকোট্টমে। মৃতের নাম রায়াপ্পান। বয়স ৬২ বছর। তাঁর পাড়ায় একটি কুকুর পুষতেন নির্মলা ফতিমা রানি এবং তাঁর দুই ছেলে ড্যানিয়েল ও ভিনসেন্ট। প্রতিবেশী হওয়ার পাশাপাশি নির্মলার আত্মীয়ও ছিলেন রায়াপ্পান। নির্মলার কুকুরটিকে প্রায়ই নাম ধরে না ডেকে ‘কুকুর’ বলে সম্বোধন করতেন বৃদ্ধ রায়াপ্পান। তা নিয়ে আপত্তি ছিল নির্মলা ও তাঁর দুই ছেলের। পোষ্যর নাম ধরে ডাকতে নারি 'বারবার বলা হয়েছিল' রায়াপ্পানকে। তবে রায়াপ্পান তা না করায় বৃদ্ধের বুকে সজোরে ঘুষি মারেন নির্মলার ছেলে ড্যানিয়েল। তাতেই মৃত্যু হয় তাঁর। (আরও পড়ুন: 'সীতার সঙ্গে বসে মদ খেতেন, আদর্শ হতে পারেন না রাম', বিতর্কিত মন্তব্য লেখকের)

জানা গিয়েছে, একাধিকবার নির্মলার কুকুরকে সম্বোধন করা নিয়ে রায়াপ্পান ও ড্যানিয়েলদের ঝামেলা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার নিজের নাতি কেলভিনকে মাঠে জলের পাম্পটি বন্ধ করতে পাঠাচ্ছিলেন রায়াপ্পান। সেই সময় নাতিকে নির্মলার কুকুরের থেকে আত্মরক্ষার জন্য একটি সঙ্গে করে একটি লাঠি নিয়ে যেতে বলেছিলেন রায়াপ্পান। রায়াপ্পান যখন নিজের নাতির সঙ্গে এই নিয়ে কথা বলছিলেন, সেই সময় আড়ি পেতে তা শুনে ফেলেন ড্যানিয়েল। এই আবহে পোষা কুকুরকে ‘কুকুর’ বলে সম্বোধন করায় রেগে যান ড্যানিয়েল। এরপরই বৃদ্ধকে আক্রমণ করে সে।

রায়াপ্পানের বুকে সজোরে ঘুষি মারেন ড্যানিয়েল। তাতেই মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জানা যায়, ঘটনার পর ড্যানিয়েল এবং তাঁর পরিবারের বাকিরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। পরে শুক্রবারের মধ্যেই অভিযুক্ত ড্যানিয়েল সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের আটক করে পুলিশ। শুধু কুকুরের কারণেই এই খুন, নাকি এর নেপথ্যে আরও অন্য কোনও আক্রোশ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন