কুস্তি ফেডারেশনে ডামাডোল অব্যাবত। বিজেপি সাংসদ তথা ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগের প্রেক্ষিতে ময়দানে নেমেছেন খোদ কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর। তবে বৃহস্পতিবার গভীর রাতে আন্দোলনকারী কুস্তিগীরদের সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর প্রায় চার ঘণ্টার বৈঠকেও সমস্যার সমাধানসূত্র বেরিয়ে আসেনি। এই আবহে আজ বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা ফের অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, গতকাল গভীর রাত দুটোর সময় বৈঠক শেষ হয়। অনুরাগ ঠাকুরের বাসভবন থেকে একে একে বেরিয়ে আসেন তারকা কুস্তিগীররা। তবে মিডিয়ার সামনে কেউই মুখ খোলেননি। তবে রিপোর্টে দাবি করা হচ্ছে, অভিযুক্ত ব্রিজভূষণ সিংকে পদত্যাগ করার জন্য সরকারের তরফে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। (আরও পড়ুন: ভারত সীমান্তের খুব কাছেই তৈরি হচ্ছে চিনা বাঁধ, প্রভাব পড়তে পারে গঙ্গার প্রবাহে)
উল্লেখ্য, দুই দিন আগেই ভারতের একাধিক তারকা কুস্তিগীর দেশের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। তাঁদের দাবি, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়াতে পরিবর্তন আনা উচিত। এর পাশাপাশি, কুস্তিগীরদের অভিযোগ যে ভারতীয় রেসলিং ফেডারেশন তাদের বিরক্ত করছে। যারা ফেডারেশনের অংশ তাদের এই খেলা সম্পর্কে কোনও ধারণা নেই। এর মাঝেই ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগও আনা হয়। তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাটের অভিযোগ, রেসলিং অ্যাসোসিয়েশনের সভাপতি একাধিক মহিলা খেলোয়াড়কে যৌন হেনস্থা করেছেন। তবে ব্রিজভূষণ শরণ সিং সব অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে অভিহিত করেন।
এই গোটা ঘটনা নিয়ে যন্তর মন্তরে সাংবাদিকদের কাছে মুখ খুলেছিলেন অলিম্পিক পদকজয়ী বজরং পুনিয়া। তিনি বলেন, 'আমরা যদি আমাদের দেশের জন্য লড়াই করতে পারি, তাহলে আমাদের অধিকারের জন্যও পারি।' এই আবে কুস্তিগীরদের সমস্যার কথা জানতে নয়াদিল্লির বাসভবনে বৈঠকে বসেন অনুরাগ ঠাকুর। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট এবং অন্য সব তাবড় কুস্তিগীররা উপস্থিত ছিলেন অনুরাগের বাসভবনে। প্রাক্তন কুস্তিগীর এবং বিজেপি নেতা ববিতা ফোগাটও ছিলেন বৈঠকে। রাত দুটো পর্যন্ত চলে আলোচনা। আজ ফের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সরকার চায় কুস্তিগীররা তাদের আন্দোলন শেষ করুন। তবে ক্ষুব্ধ আন্দোলনকারীরাও তাঁদের নিজেদের অবস্থানে অনড়।