‘একটাই তো হৃদয়, আর কতবার জিতবেন’- বিমানের মধ্যে জুতো খুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনলাইনে অযোধ্যার রামমন্দিরে রামলালার ‘সূর্যতিলক’-র দৃশ্যের সাক্ষী থাকায় এমনই বললেন নেটিজেনদের একাংশ। লোকসভা নির্বাচনের প্রচার-পর্বের মধ্যে ‘ঐতিহাসিক’ রামনবমী উপলক্ষ্যে অযোধ্যায় যাননি মোদী। তবে প্রচারের ফাঁকেই অনলাইনে সেই ‘সূর্যতিলক’-র মুহূর্তটা দেখেন প্রধানমন্ত্রী। আর সেইসময় তিনি যে জুতো খুলেছিলেন, সেই বিষয়টা নেটিজেনদের একাংশের মনে ধরেছে। মোদীর সেই কাজে তাঁরা মুগ্ধ হয়ে গিয়েছেন। সেলাম জানিয়েছেন মোদীকে।
আরও পড়ুন: Message of PM Narendra Modi: মিশন সম্পূর্ণ করতে প্রার্থীদের চিঠি লিখলেন মোদী, এল চমকে দেওয়া বার্তা
নিজেকে বিজেপির সমর্থক (মোদী কী পরিবারও লেখা আছে) হিসেবে দাবি করা এক নেটিজেন বলেন, 'উনি যে কেন ভোট পান, সেটা বোঝার জন্য কোনও বোদ্ধা হওয়ার দরকাই। আমাদের যেমন অনুভূতি হয়, ওঁনারও সেরকম হয়। আমি যখন ওই দৃশ্যটা দেখি, তখন আমারও ঠিক এরকম অনুভূতি হয়। জয় শ্রীরাম মোদীজি। আপনার দিনটা ভালো কাটুক।' অপর এক নেটিজেন বলেন, ‘ধন্যবাদ মোদীজি।’ যদিও একাংশ আবার মোদীকে আক্রমণও শানিয়েছেন।
রামলালার ‘সূর্যাভিষেক' নিয়ে মোদী নিজে কী বললেন?
অসম থেকে ত্রিপুরা যাওয়ার পথে সেই দৃশ্যের সাক্ষী থাকার পরে মোদী বলেন, 'নলবাড়ির জনসভার পরে রামলালার সূর্যতিলকের সাক্ষী থাকলাম। কোটি-কোটি ভারতীয়ের মতো এই মুহূর্তটা আমার কাছে অত্যন্ত আবেগের। অযোধ্যায় যে বৃহদাকারে রামনবমী পালন করা হচ্ছে, তা ঐতিহাসিক। আশা করি যে এই সূর্যতিলকের হাত ধরে আমাদের জীবনে শক্তি আসবে এবং নয়া উচ্চতায় পৌঁছে যাওয়ার ক্ষেত্রে আমাদের দেশকে অনুপ্রেরণা জোগাবে।'
এমনিতে রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার পরে প্রথম রামনবমী ঘিরে অযোধ্যাকে একেবারে সাজিয়ে তোলা হয়। বিজ্ঞানীদের ম্যাজিকে বুধবার বেলায় রামলালার ললাট থেকে সূর্যের রশ্মির বিচ্ছুরণ ঘটানো হয়। সেইসঙ্গে নানা আচার-অনুষ্ঠান চলে। সন্ধ্যায় অযোধ্যার সরযূ ঘাটে সন্ধ্যারতি করা হয়। সন্ধ্যায় মায়াবী আলোয় উদ্ভাসিত হয়. অযোধ্যা। 'রামরাজ্যে' হয় অভূতপূর্ব লেজার শো।যে দৃশ্য মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছেন রামভক্তরা।