রেকর্ড পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করলেন নেফিউ রিও। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথবাক্য পাঠ করেন এনডিপিপি প্রধান। এদিকে নাগাল্যান্ড এবারও বিরোধীশূন্য বিধানসভা দেখতে চলেছে। এমনকী এনডিপি-বিজেপি জোটকে সমর্থন জানাচ্ছে শরদ পাওয়ারের এনসিপি। এই নিয়ে টানা দ্বিতীয়বার বিরোধী শূন্য বিধানসভা দেখতে চলেছে নাগাল্যান্ড। এদিক আজ রিও-র পাশাপাশি জোট সরকারের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নাগা পিপলস ফ্রন্টের তাদিতুই রাংকাউ জেলিয়াং এবং বিজেপির ইয়ানথুনগো প্যাটন। এদিরে সালহউতুয়োনুয়ো ক্রুসে নাগাল্যান্ডের প্রথম মহিলা মন্ত্রী হলেন। শপথগ্রহণ অনুষ্ঠানে মোদীর পাশাপাশি উপস্থিত ছিলেন নর্থইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা নেডা-র আহ্বায়ক তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। (আরও পড়ুন: এবার কলকাতাতেও তৈরি হতে চলেছে 'ওয়ার্ল্ড ট্রেড সেন্টার', বড় ঘোষণা মমতার)
প্রসঙ্গত, প্রাক্ নির্বাচনী জোট গড়ে এবার নাগাল্যান্ডে ভোটে লড়েছিল ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিফ পার্টি বা এনডিপিপি এবং বিজেপি। বিজেপি ২০টি আসনে লড়ে ১২টিতে জেতে। এনডিপিপি ৪০টি আসনে লড়ে ২৫টিতে জেতে। এই দুই দল মিলে সংখ্যাগরিষ্টতা লাভ করে। তবে ফল প্রকাশের পর সব দলই সরকারকে সমর্থন জানানোর ঘোষণা করে দেয়। এককালে নাগাল্যান্ডের রাজনীতিতে শক্তিশালী দল ছিল নাগা পিপলস ফ্রন্ট। সেই দল এবার পায় মাত্র ২টি আসন। তবে নয়া সরকারের নাগা পিপলস ফ্রন্টের প্রধান তাদিতুই রাংকাউ জেলিয়াং উপমুখ্যমন্ত্রী হলেন।
এদিকে রাজ্যের তৃতীয় বৃহত্তম দল এনসিপি সরকারকে সমর্থনের ঘোষণা করে। উল্লেখ্য, জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী শক্তি হিসেবে পরিচিত এনসিপি নাগাল্যান্ডে বিজেপির সরকারকে সরকারকে সমর্থন করায় অনেকেই অবাক। শুধু তাই নয়, বিহারের দুই দলও বিজেপির জোট সরকারকে সমর্থন করছে নাগাল্যান্ডে। নীতীশ কুমারের জেডিইউ এবার নাগাল্যান্ডে জিতেছে ১টি আসন। তারা সরকারকে সমর্থনের ঘোষণা করেছে। এদিকে লোক জনশক্তি পার্টি (রাম বিলাস)-এর দুই বিধায়কও সরকারকে সমর্থনের ঘোষণা করেছে। অপরদিকে মেঘালয়ে বিজেপির জোটসঙ্গী এনপিপি এবার নাগাল্যান্ডে জিতেছে পাঁচটি আসন। এই আবহে তারাও সরকারে যুক্ত হয়েছে। তাছাজ়া রামদাস আঠাওয়ালের আরপিআই এই প্রথম নাগাল্যান্ডে খাতা খোলে। তারা প্রথমেই সরকারকে সমর্থনের ঘোষণা করেছিল। এই আবহে বিধানসভায় বিরোধী আসনে কোনও দলই বসছে না এবারও।