বাংলা নিউজ > ঘরে বাইরে > Super Rich in Rural India: শহরের তুলনায় গ্রামীণ ভারতে 'অতি ধনী'র সংখ্যা বাড়ছে তরতরিয়ে, দাবি সমীক্ষায়

Super Rich in Rural India: শহরের তুলনায় গ্রামীণ ভারতে 'অতি ধনী'র সংখ্যা বাড়ছে তরতরিয়ে, দাবি সমীক্ষায়

অতি ধনীর সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে শহরকে পিছনে ফেলেছে গ্রামীণ ভারত (REUTERS)

Super Rich people of India: যে পরিবারের বার্ষিক আয় ২ কোটি টাকা বা তার অধিক, তাদরেকেই অতি ধনী বলে বিবেচনা করা হয়। ২০২১ পর্যন্ত বিগত পাঁচ বছরে ভারতে এই অতি ধনীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। শেষ পরিসংখ্যান অনুযায়ী, ভারতের প্রায় ১৮ লাখ পরিবারের বার্ষিক আয় ২ কোটির (২,৪৩,২৩০ ডলার) অধিক।

বিগত কয়েক দশক বা ধরতে গেলে শতক ধরেই মানুষের মনে একটি ধারণা বদ্ধমূল হয়েছে যে শহরে অবস্থাপন্নদের বাস। গ্রামে যারা থাকে, তারা আর্থিক ভাবে ততটা স্বচ্ছন্দ নয়। তবে সাম্প্রতিক এক সমীক্ষা সেই ধারণা ভেঙে দিয়েছে। দাবি করা হচ্ছে, আগামী এক দশকের মধ্যে ভারতের শহুরে অঞ্চলের তুলনায় গ্রামীণ এলাকার 'অতি ধনীদের' সংখ্য বাড়বে পাঁচগুন দ্রুত গতিতে। 'পিপলস রিসার্চ অন ইন্ডিয়াস কনজিউমার ইকোনমি অ্যান্ড ইন্ডিয়াস সিটিজেন এনভায়রনমেন্ট' বা 'প্রাইস' নামক সংস্থার সমীক্ষায় বলা হয়েছে, গ্রামীণ এলাকায় গত পাঁচ বছরে অতি ধনীদের সংখ্যা বেড়েছে ১৪.২ শতাংশ। সেখানে শহুরে অঞ্চলে এই সংখ্যা বেড়েছে মাত্র ১০.৬ শতাংশ। (আরও পড়ুন: এবার ইচ্ছে করলেই বদলানো যবে ক্রেডিট কার্ড নেটওয়ার্ক, খসড়া সার্কুলার জারি RBI-এর)

উল্লেখ্য, যে পরিবারের বার্ষিক আয় ২ কোটি টাকা বা তার অধিক, তাদরেকেই অতি ধনী বলে বিবেচনা করা হয়। ২০২১ পর্যন্ত বিগত পাঁচ বছরে ভারতে এই অতি ধনীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। শেষ পরিসংখ্যান অনুযায়ী, ভারতের প্রায় ১৮ লাখ পরিবারের বার্ষিক আয় ২ কোটির (২,৪৩,২৩০ ডলার) অধিক। এর মধ্যে গ্রামীণ এলাকায় গত পাঁচ বছরে অতি ধনীদের সংখ্যা বেড়েছে ১৪.২ শতাংশ। সেখানে শহুরে অঞ্চলে এই সংখ্যা বেড়েছে মাত্র ১০.৬ শতাংশ। সমীক্ষা অনুযায়ী, আগামী এক দশকে শহরের থেকে গ্রামের অতি ধনীদের সংখ্যা বৃদ্ধি পাবে পাঁচগুন বেশি।

আরও পড়ুন: বাবার স্বাস্থ্য বিমার লাভ কি পাবেন বিবাহিত কন্যা? বড় রায় সরকারি প্যানেলের

এদিকে সমীক্ষায় দাবি করা হচ্ছে, ২০৩১ সালের মধ্যে ভারতের অতি ধনীদের সংখ্যা ৯১ লাখ হবে। ২৫টি রাজ্যে ৪০ হাজারেরও বেশি মানুষের মত গ্রহণ করে এই সমীক্ষা করেছে প্রাইস। বাণিজ্যিক চাষবাসের কারণেই গ্রামীণ এলাকায় অতি ধনীদের সংখ্যা তরতরিয়ে বাড়বে বলে জানানো হয়েছে সমীক্ষা রিপোর্টে। এদিকে ব্যবসায়ীরাও গ্রামীণ এলাকায় গিয়ে নিজেদের ব্যবসার প্রসার ঘটাচ্ছেন। এতে কর্মসংস্থান বাড়ছে। উপভোক্তাদের বাজার বৃদ্ধি পাচ্ছে। ছোট ব্যবসাগুলিও লাভবান হচ্ছে।

এদিকে অক্সফ্যাম ইন্টারন্যাশনালের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে প্রতি বছরই ভারতে ৭০ জন করে মিলিয়নেয়ার (১০ লাখ ডলারের বেশির সম্পত্তির মালিক) বেড়েছে। সাম্প্রতিককালে ভারতের মধ্যবিত্তরা বিলাসবহুল গাড়ি কেনা থেকে বিদেশ ভ্রমণের দিকে বেশি ঝুঁকেছে। আনুমানিক ভাবে ভারতের মধ্যবিত্তদের সংখ্যা ৪৩ কোটি। তাদের বার্ষিক আয় ৬ থেকে ৩৬ হাজার ডলার। ২০৩১ সালের মধ্যে মধ্যবিত্তের সংখ্যা বেড়ে হবে ৭১ কোটি। এদিকে দারিদ্র সীমার নীচে থাকা ব্যক্তির সংখ্যা কমে ৮ কোটি হবে। গত পাঁচ বছরে এমনিতেও গ্রামীণ ভারতে দরিদ্রের সংখ্যা ১.৬ শতাংশ কমেছে। এদিকে শহুরে অঞ্চলে দারিদ্র সীমার নীচে থাকা ব্যক্তির সংখ্যা বেড়েছে ৭.৩ শতাংশ।

 

বন্ধ করুন