গদি হারিয়ে ৫ দিনেই ফিরেছিলেন ওপেনএআই-এর মসনদে, এহেন স্যাম অল্টম্যান বিয়ে করলেন নিজের পুরুষ সঙ্গীকে। রিপোর্ট অনুযায়ী, ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান হাওয়াইতে একটি ছোটখাটো অনুষ্ঠানে তাঁর সঙ্গী অলিভার মুলহেরিনকে বিয়ে করেছেন। এর আগে গতবছর আচমকাই ওপেনএআই সংস্থার সিইও পদ থেকে অপসারণ করা হয়েছিল স্যাম অল্টম্যানকে। বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের 'মুখ' হিসেবে পরিচিত অল্টম্যানের এহেন ছাঁটাইতে হতবাক হয়েছিলেন প্রায় সবাই। তবে সেই ঘটনার ১১০ ঘণ্টার মধ্যেই ফের নিজের পুরনো পদে বহাল হন অল্টম্যান। (আরও পড়ুন: ক্ষণিকের জন্য অ্যাপলকে টপকে 'সবচেয়ে দামী' মাইক্রোসফট, মূল্য শুনলে ঘুরবে মাথা)
গত নভেম্বরে গুগল মিট বৈঠকে ওপেনএআই-এর বোর্ড অফ ডিরেক্টরস ছাঁটাই করেছিলেন স্যাম অল্টম্যানকে। এই ঘটনার পর মাইক্রোসফট তাঁকে নিয়োগ করার ঘোষণা করেছিল। শুধু তাই নয়, স্যাম অল্টম্যানের সঙ্গে যদি ওপেনএআই-এর কোনও কর্মী মাইক্রোসফটে যোগ দিতে চাইতেন, তাঁদের জন্যও দরজা খুলে দেওয়া হয়েছিল। আর তাতেই যেন ঘুরে যায় 'খেলা'। উল্লেখ্য, ওপেনএআই সংস্থার সবচেয়ে বড় বিনিয়োগকারী সংস্থা হল মাইক্রোসফট। তারা সংস্থার ৪৯ শতাংশ শেয়ারের মালিক। স্যাম অল্টম্যানকে ওপেনএআই ছাঁটাই করার পর তাই ময়দানে নেমেছিলেন মাইক্রোসফট প্রধান সত্য নাডেলা। স্যাম অল্টম্যানের ছাঁটাইয়ের পরদিনই জল্পনা ছড়ায়, তিনি ফের ওপেনএআই-তে ফিরছেন। যদিও হঠাৎ করেই মাইক্রোসফট ঘোষণা করে, স্যাম অল্টম্যান তাঁদের সংস্থায় যোগ দিচ্ছেন।
এই সবের মাঝেই ওপেনএআই সংস্থার ৭৭০ জন কর্মীর মধ্যে ৭০০ জন কর্মী একটি খোলা চিঠি লেখেন এবং স্যাম অল্টম্যানের ছাঁটাইয়ের বিরুদ্ধে বিদ্রোহ করেন। সংস্থার ৯০ শতাংশ কর্মী এভাবে বিদ্রোহ করায় ফের একবার স্যাম অল্টম্যানকে ফেরানো হয়। রিপোর্ট অনুযায়ী, যে অভিযোগের ভিত্তিতে প্রাথমিক ভাবে স্যাম অল্টম্যানকে ছাঁটাই করা হয়েছিল, সেই অভিযোগ নিয়ে অভ্যন্তরীণ তদন্তে সায় দেন স্যাম অল্টম্যান। এদিকে যে বোর্ড স্যামকে ছাঁটাই করেছিল, সেটি ভেঙে দেওয়া হয়। সেই বোর্ড থেকে মাত্র একজন বর্তমানে বোর্ডে রয়েছেন।
এদিকে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অল্টম্যানের ছাঁটাইয়ের নেপথ্যে ছিল একটি ‘ভয়ানক প্রোজেক্ট’। জানা যায়, বেশ কিছুদিন ধরে একটি বিশেষ প্রকল্পের উপর কাজ করছিলেন স্যাম। যা বাজারে এলে মানুষকে চরম বিপদে পড়তে হবে। এই নিয়েই কিছু দিন আগে সরব হয় সংস্থার দুই কর্মী। বোর্ড অব ডাইরেক্টরকে তাঁরা একটি চিঠি লেখেন। তাতে এই প্রকল্পের কথা উল্লেখ করেন তাঁরা। তাঁর ভিত্তিতেই বরখাস্ত করা হয়েছিল স্যামকে। চিঠি অনুযায়ী, সেই প্রকল্প আদতে একটি গাণিতিক টুল। এর ফলে শিক্ষাব্যবস্থাতে বড়সড় বিপর্যয় আসতে পারে বলে জানায় ওই কর্মীরা। তবে বিতর্কের মাঝেও অল্টম্যানকে ফিরিয়ে আনা হয় ওপেনএআই-তে।