Pak Court on Imran Khan: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে খুনের মামলা বরখাস্ত
Updated: 28 Aug 2023, 12:43 PM ISTআপাতত পাকিস্তানে তোশাখানা মামলায় গ্রেফতার হয়ে জেলব... more
আপাতত পাকিস্তানে তোশাখানা মামলায় গ্রেফতার হয়ে জেলবন্দি ইমরান খান। তাঁকে দফায় দফায় জেরা করে চলেছেন গোয়েন্দারা।
ইমরানের বিরুদ্ধে চলা এক খুনের মামলা বরখাস্ত করল পাক কোর্ট। পাকিস্তানের একটি কোর্টে সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে চলছিল খুনের মামলা। সেই মামলাতেই পাকিস্তানের একটি কোর্ট এই রায় দিয়েছে।। এদিকে, সাইফার মামলায় ইমরানের তরফে এসেছে বড়সড় স্বীকারোক্তি। ।(AP Photo/K.M. Chaudhry)
(AP)