পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একাধিক গ্রাম দখল করে নেওয়া হয়েছে। এমনই দাবি করল জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তানি তালিবানের দাবি, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের চিত্রাল জেলায় বৃহদাকারে সামরিক অভিযান চালু করা হয়েছে। দখল করে নেওয়া হয়েছে একাধিক গ্রাম। মৃত্যু হয়েছে পাকিস্তানের সুরক্ষা বাহিনীর একাধিক জওয়ানের। যদিও জঙ্গি সংগঠনের সেই দাবি উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের সুরক্ষা বাহিনীর এক শীর্ষ আধিকারিক। একটি প্রতিবেদন অনুযায়ী, তিনি দাবি করেছেন যে ভিত্তিহীন দাবি করছে পাকিস্তানি তালিবান। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোনও গ্রামও হাতছাড়া হয়নি পাকিস্তানের। বরং পাকিস্তান পালটা জবাব দিচ্ছে বলে দাবি করেছেন পাকিস্তানের সুরক্ষা বাহিনীর ওই শীর্ষ আধিকারিক।
খোরাসান ডায়েরির (সাংবাদিকদের চালানো নিরপেক্ষ প্ল্যাটফর্ম বলে দাবি করা হয়) রিপোর্ট অনুযায়ী, ফোনে টিটিপির কম্যান্ডার জানিয়েছেন যে চিত্রাল জেলায় সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তানি তালিবান। অসংখ্য টিটিপি 'যোদ্ধা' চিত্রাল জেলায় ঢুকে পড়েছে। একাধিক গ্রাম দখল করে নেওয়া হয়েছে। টিটিপির কম্যান্ডার বলেছেন, 'আজ (বুধবার) ভোর চারটেয় সেটা শুরু হয়েছে। আমরা ছবিও সামনে আনব। কিন্তু এখানে ইস্টারনেট সংযোগ দুর্বল আছে।'
আরও পড়ুন: PAK vs BAN: বিদ্যুতের ঘাটতি নাকি বিল ভরেনি PCB? ফ্লাডলাইট নিভে ম্যাচ থমকাতেই ধেয়ে এল বিদ্রুপ
তারইমধ্যে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, স্থানীয় সংবাদমাধ্যমে টিটিপির মুখপাত্র মহম্মদ খুরাসানি বিবৃতি জারি করে বলেছেন যে 'চিত্রালের মানুষকে বলতে চাই যে আপনারা শান্ত থাকুন। আপনাদের কোনও ক্ষতি হবে না। শোষণ চালানো সুরক্ষা বাহিনীর বিরুদ্ধে আমাদের লড়াই।' উল্লেখ্য, ওই এলাকা আফগানিস্তান সীমান্ত এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালটিস্তানের কাছে অবস্থিত।
যদিও টিটিপির সেই দাবি উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের সুরক্ষা বাহিনীর এক শীর্ষকর্তা। খোরাসান ডায়েরির রিপোর্ট অনুযায়ী, 'আফগানিস্তান থেকে গুলি ছোড়া হয়েছে। চিত্রালের সীমান্ত বরাবর টিটিপির গতিবিধির খবর মিলেছে। আজ সকালে সীমান্তবর্তী ছাউনিতে গুলি চালানো হয়েছে। কিন্তু বড়সড় কিছু ঘটেনি। সেই বিষয়টির পালটা জবাব দেওয়া হচ্ছে। (গ্রাম দখল করে নেওয়া হয়েছে) বলে যে দাবি করা হচ্ছে, তাতে সত্যতার লেশমাত্র নেই।'
পাকিস্তান-আফগানিস্তানের সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধ
খোরাসান ডায়েরির রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানে যাওয়ার জন্য তোরখাম সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তান। সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, বুধবার আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্ত বাহিনীর মধ্যে গুলির লড়াই হয়। উত্তর পাকিস্তানের সীমান্তের অন্য একটি জায়গায় সংঘর্ষে চার পাকিস্তানি ফৌজি ও ১২ জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন। আবার আফগান সীমান্তের কাছে মর্টার হামলায় কমপক্ষে পাঁচ পাকিস্তানির (এক মহিলা এবং তাঁর চার সন্তান) মৃত্যু হয়েছে।