বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘ওদের কাছেই ভিক্ষা কর’, সৌদির দূতের দিকে জুতো তুলে বসে তোপের মুখে পাকের মন্ত্রী

‘ওদের কাছেই ভিক্ষা কর’, সৌদির দূতের দিকে জুতো তুলে বসে তোপের মুখে পাকের মন্ত্রী

এই ছবি ঘিরেই যত বিতর্ক।

গত মাসেই পাকিস্তানকে ৩০০ কোটি মার্কিন ডলার অনুদান দিয়েছে সৌদি আরব।

কয়েকশো কোটি টাকা ঋণ দেয় সৌদি আরব। সেই দেশের দূত নওয়াফ বিন সাদ আল-মালিকির দিকেই জুতো তুলে বসে সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়লেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন করলেন,  যে সৌদি এত টাকা ঋণ দেয়, সেই দেশের প্রতিনিধিকে এরকমভাবে অসম্মান করা হবে কেন?

গত মঙ্গলবার ইসলামাবাদে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের কার্যালয়ে আসেন সৌদির রাষ্ট্রদূত। দ্বিপাক্ষিক বৈঠকের সময় দেখা যায়, সৌদির রাষ্ট্রদূতের দিকে পা তুলে বসে আছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন নেটিজেনদের একাংশ। নিজের দেশের অন্দরেই সমালোচনার মুখে পড়েন কুরেশি। 

এক নেটিজেন বলেন, 'এই অসভ্য এবং জঘন্য আচরণের জন্য শাহ মেহমুদের যত দ্রুত সম্ভব ক্ষমা চাওয়া উচিত। তাঁর এই আচরণ কূটনৈতিক নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। মনে রাখবেন, সৌদি আরব আমাদের সহায়তা প্রদান করে।' একইসুরে এক নেটিজেন বলেন, 'পাকিস্তানের বিদেশমন্ত্রীর অবিলম্বে নীতিবোধ শেখা উচিত। প্রতি বছর তো সৌদি আরবের কাছে ভিক্ষা চায় পাকিস্তান।' বিষয়টি নিয়ে অবশ্য এখনও কুরেশি মুখ খোলেননি। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফেও কোনও মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, পাকিস্তানের অর্থনীতি পুরোপুরি ধুঁকছে। অবস্থা এতটাই খারাপ যে মূলত ঋণের টাকায় দেশ চলে। সম্প্রতি পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছিল, গত তিন বছরে পাকিস্তানের বিদেশি ঋণের বোঝা ক্রমশ বেড়েছে। আপাতত পাকিস্তানের উপর ৮৫.৬ বিলিয়ন মার্কিন ডলারের বিদেশি ঋণের খাঁড়া ঝুলছে। গত তিন বছরে সেই ঋণের বোঝা বেড়েছে ৩৫.১ বিলিয়ন মার্কিন ডলার। সেই পরিস্থিতিতেও বিদেশি ঋণ নেওয়ার রেকর্ড গড়েছে ইমরান খানের সরকার। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের শাসনে গত অর্থবর্ষে ১৫.৩২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ নিয়েছে। এতদিন একটি অর্থবর্ষে সর্বোচ্চ বিদেশি ঋণের পরিমাণ ১০.৪৫ বিলিয়ন মার্কিন ডলার ছিল বলে ওই রিপোর্টে জানানো হয়েছিল। তারইমধ্যে গত মাসেই পাকিস্তানকে ৩০০ কোটি মার্কিন ডলার অনুদান দিয়েছে সৌদি আরব।

বন্ধ করুন