বাংলা নিউজ > ঘরে বাইরে > রিপোর্ট যাচাইয়ের পর রামদেবের করোনা দাওয়াইকে অনুমোদন দিতে পারে আয়ুষ মন্ত্রক

রিপোর্ট যাচাইয়ের পর রামদেবের করোনা দাওয়াইকে অনুমোদন দিতে পারে আয়ুষ মন্ত্রক

পতঞ্জলি আয়ুর্বেদের পাঠানো রিপোর্ট দেখার পরেই অনুমোদন দেওয়া হতে পারে করোনা সংক্রমণজনিত অসুখের আয়ুর্বেদিক ওষুধকে।

কেন্দ্রীয় মন্ত্রকের নির্দেশ মেনে ইতিমধ্যে করোনিল ও শ্বাসারি সংক্রান্ত রিপোর্ট পাঠিয়েছে বলে জানিয়েছে পতঞ্জলি।

যোগগুরু রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদের পাঠানো রিপোর্ট দেখার পরেই অনুমোদন দেওয়া হতে পারে করোনা সংক্রমণজনিত অসুখের আয়ুর্বেদিক ওষুধকে। বুধবার এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী শ্রীপদ নায়েক।

মঙ্গলবার কোভিড নিরাময়ের ওষুধ তাঁর পতঞ্জলি আয়ুর্বেদিক লিমিটেড সংস্থা তৈরি করে ফেলেছে বলে দাবি করেন যোগগুরু রামদেব। তিনি জানান, করোনিল এবং শ্বাসারি নামে ওই দুই ওষুধ সংবলিত করোনা কিট এবার অনলাইনে বিপণনের ব্যবস্থা করা হবে। সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশ হওয়ার পরে তাতে বাধ সাধে আয়ুষ মন্ত্রক। পতঞ্জলিকে চিঠি পাঠিয়ে ওষুধ সংক্রান্ত যাবতীয় নথিপত্র এবং গবেষণা রিপোর্ট পাঠাতে বলা হয় সংস্থাকে। সেই সঙ্গে ওষুধের প্রচার ও বিপণন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: করোনা ওষুধের ক্লিনিকাল ট্রায়ালে ১০০% মাপকাঠি পূরণ হয়েছে, দাবি পতঞ্জলির

কেন্দ্রীয় মন্ত্রকের নির্দেশ মেনে ইতিমধ্যে করোনিল ও শ্বাসারি সংক্রান্ত রিপোর্ট পাঠিয়েছে বলে জানিয়েছে পতঞ্জলি। 

সংবাদসংস্থা এএনআই-কে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী শ্রীপদ নায়েক জানিয়েছেন, ‘দেশকে নতুন ওষুধ দিয়েছেন বাবা রামদেব, এ তো খুব ভালো কথা। কিন্তু প্রচার করার আগে সেই ওষুধের নমুনা ও নথিপত্র আয়ুষ মন্ত্রকে পাঠানোই নিয়ম। ওঁরা জানিয়েছেন যে মন্ত্রকে রিপোর্ট জমা দিয়েছেন। আমরা তা যাচাই করার পরেই ওষুধের অনুমোদন দেব।’

মন্ত্রকের তরফে পতঞ্জলিকে নতুন ওষুধের নাম, প্রস্তুত প্রণালী, উপাদান ও তচার অনুপান, নমুনার পরিমাণ, যে সমস্ত পরীক্ষাকেন্দ্র ও হাসপাতালে ওষুধ রোগীদের উপরে প্রয়োগ করা হয়েছে, তাদের নাম এবং ইনস্টিটিউশনাল এথিক্স কমিটির ছাড়পত্র জমা দিতে নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: রামদেবের দাবিতে বাধা, কোভিড ওষুধের তথ্য তলবের সঙ্গে প্রচারে 'না' আয়ুষ মন্ত্রকের

এ দিকে আয়ুষ মন্ত্রকের চিঠি পাওয়ার পরে রামদেবের সতীর্থ আচার্য বালকৃষ্ণ টুইট করেন যে, এই বিষয়ে ‘যোগাযোগে ফাঁক’ থেকে গিয়েছে। তবে তা সংস্কার করে ১০০% নিয়মকানুন মেনেই আয়ুরবেদিক ওষুধ তৈরি করা হয়েছে। 

তিনি লিখেছেন, ‘এই সরকার আয়ুর্বেদ চর্চায় উৎসাহ দেয় এবং তার গৌরব প্রচার করে। যোগাযোগের অভাব পূর্ণ করা হয়েছে এবং আমরা আয়ুষ মন্ত্রকে নিয়ন্ত্রিত ক্লিনিকাল পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নথিপত্র জমা দিয়েছি।’

প্রসঙ্গত, গতকাল হরিদ্বারে এক অনুষ্ঠানে রামদেব পতঞ্জলির তৈরি করোনা সংক্রমণ থেকে মুক্ত হওয়ার ওষুধের উদ্বোধন করে জানান, এই ওষুধ প্রয়োগের ফলে মাত্র সাত দিনে করোনা সংক্রমিত রোগী ১০০% সুস্থ হয়ে উঠবেন। অ্যাপ-এর মাধ্যমে তা ঘরে ঘরে পৌঁছে দেবে পতঞ্জলি, জানান যোগগুরু।

 

ঘরে বাইরে খবর

Latest News

আজকের ৮৮ আসনের ধনীতম প্রার্থীর সম্পত্তির পরিমাণে ঘুরবে মাথা! হুঙ্কারে কেঁপে উঠল আলিপুর, বিশাখাপত্তনম থেকে চিড়িয়াখানায় সাদা বাঘ আসল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক ভারত-পাকিস্তান ম্যাচ যে স্টেডিয়ামে হবে,তার কাজ এখনও অনেকটাই বাকি,তবু আশাবাদী ICC কাজ দেয়নি দিদি,পেটের টানে মোদীর 'দেশে', মালদায় কী বলছে পরিযায়ীদের পরিবার? ‘রুসলান’-এর প্রিমিয়ারে ভাগ্নির কপালে চুমু খেলেন সলমন, মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো রক্তের টান এড়াতে পারলেন না! ক্রুষ্ণার সঙ্গে ঝামেলা ভুলে ভাগ্নির বিয়েতে গোবিন্দা টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন লোকসভা নির্বাচনে VVPAT'র ১০০% ভোট গণনা হবে? রায়দান করে কী জানাল সুপ্রিম কোর্ট বুথের সামনেই সুকান্তকে শুনতে হল ‘গো–ব্যাক’ স্লোগান‌, মেজাজ হারান প্রার্থী

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.