আদানি বৃহস্পতিবার আন্তর্জাতিক ঋণদাতাদের অম্বুজায় তাঁর ৪-৫% স্টেক বিক্রি করবেন বলে অনুরোধ জানান। এমনই উল্লেখ করা হয়েছে উক্ত রিপোর্টে।
1/5অম্বুজা সিমেন্টে নিজের প্রায় ৪৫০ মিলিয়ন ডলারের অংশীদারিত্ব বিক্রি করে দিতে চাইছেন গৌতম আদানি। ফিনান্সিয়াল টাইমস শুক্রবার এই খবর মিলেছে। এই বিষয়ে ওয়াকিবহাল মহল সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন। ফাইল ছবি: এসিসি (ACC)
2/5আদানি বৃহস্পতিবার আন্তর্জাতিক ঋণদাতাদের কাছে অম্বুজায় তাঁর ৪% থেকে ৫% স্টেক বিক্রি করবেন বলে অনুরোধ জানান। এমনই উল্লেখ করা হয়েছে উক্ত রিপোর্টে। ফাইল ছবি : রয়টার্স (ACC)
3/5এই বিষয়ে রয়টার্সের তরফে আদানি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনও উত্তর দেয়নি। আদানি গ্রুপ গত বছর ভারতে হলসিম এজি-র সিমেন্ট ব্যবসা - অম্বুজা সিমেন্টস এবং এসিসি লিমিটেডকে কিনে নেন। ১০.৫ বিলিয়ন মার্কিন ডলারের মেগা অধিগ্রহণে চমকে গিয়েছিল বিশ্ব। এক ধাক্কায় দেশের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট উত্পাদকের মালিক হয়ে যায় আদানি গ্রুপ। ফাইল ছবি: রয়টার্স (ACC)
4/5তাহলে এখন অম্বুজায় নিজের শেয়ার বেচে দিচ্ছেন কেন? বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বিনিয়োগকারীদের আস্থা ফিরে পেতে বেশিরভাগ ঋণের কিস্তি আগেভাগে মিটিয়ে দিচ্ছে আদানি গোষ্ঠী। সেই টাকা জোগাতেই এই পরিকল্পনা। ফাইল ছবি: রয়টার্স (ACC)
5/5গত ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে স্টক কারচুপি এবং বিপুল ঋণের বোঝার অভিযোগ তোলা হয়। সেই সময় থেকে শেয়ার বাজারে ধস নেমেছে আদানি গোষ্ঠীর। এখনও পর্যন্ত প্রায় শেয়ার বাজার থেকে প্রায় ১২৭ বিলিয়ন মার্কিন ডলার হাওয়া হয়ে গিয়েছে আদানি গ্রুপের। ফাইল ছবি: এপি (ACC)